পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কলকাতা পৌরনিগমের জলে জন্ডিসের জীবাণু - Kolkata

গত 15 দিনে প্রায় 50 জনেরও বেশি মানুষ ওই এলাকায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন । 99 ওয়ার্ডের রামগড় ও বিদ্যাসাগর উপনিবেশ কলোনির বিস্তীর্ণ এলাকার অনেকেই আক্রান্ত । ইতিমধ্যেই হাসপাতালে ভরতি করানো হয়েছে তাদের ।

জল

By

Published : Jun 1, 2019, 6:48 PM IST

Updated : Jun 1, 2019, 7:49 PM IST

কলকাতা, 1 জুন : নিরাপদ নয় কলকাতার জল । পৌরসভার স্টান্ডের জলে রয়েছে জন্ডিসের জীবাণু । স্বীকারোক্তি খোদ কলকাতার মেয়রের ।এমন কী বোতলবন্দী জলেও পাওয়া গিয়েছে জন্ডিসের জীবাণু । কলকাতা পৌরনিগমের অন্তর্গত 99 ও 100 নম্বর ওয়ার্ড থেকে গতকাল14 টি নমুনা সংগ্রহ করে পৌরনিগমের স্বাস্থ্য দপ্তর। যার মধ্যে 12 টি নমুনাতেই পাওয়া যায় জন্ডিসের জীবাণু । এই জন্ডিস মোকাবিলায় আজ পৌরনিগমে জরুরি বৈঠক ডাকা হয় । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানান 14 টি নমুনার মধ্যে 12 টিতেই পাওয়া গিয়েছে জন্ডিসের জীবাণু ।

যদিও নিকাশি পাইপ লাইনের জলের সঙ্গে পানীয় জল মিশেছে এমন নমুনা এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেয়র । তিনি জানিয়েছেন, সপরিস্থিতির মোকাবিলায় আগামী সাতদিন ধরে 99 ও 100 নম্বর ওয়ার্ডের উপর নজরদারি চালাবে কলকাতা পৌরনিগম ।

ভিডিয়োয় শুনুন

গত 15 দিনে প্রায় 50 জনেরও বেশি মানুষ ওই এলাকায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন । 99 ওয়ার্ডের রামগড় ও বিদ্যাসাগর উপনিবেশ কলোনির বিস্তীর্ণ এলাকার অনেকেই আক্রান্ত । ইতিমধ্যেই হাসপাতালে ভরতি করানো হয়েছে তাদের । বাধ্য হয়ে এই এলাকার মানুষ জল ফুটিয়ে খাচ্ছেন । জল সমস্যা মেটাতে 24 ঘন্টা জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম।

Last Updated : Jun 1, 2019, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details