জেনেভা, ১৫ মে : ভারত বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোন, বেস স্টেশন ও রাউটারে অতিরিক্ত আমদানি শুল্ক চাপাচ্ছে । গতকাল WTO-তে এই অভিযোগ করল জাপান ।
আমদানি শুল্ক নিয়ে WTO-তে ভারতের বিরুদ্ধে অভিযোগ জাপানের - japan
জাপানের অভিযোগ, 2014 সালের "মেক ইন ইন্ডিয়া" প্রকল্প চালুর পর থেকে ভারত আমদানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে । কয়েকটি পণ্যের শুল্ক WTO নির্ধারিত হারের তুলনায় অনেক বেশি । WTO-তে সদস্যপদের শর্ত ভেঙে ভারত মোবাইল ফোন, রাউটার ও বেস স্টেশনের উপর 20 শতাংশ কর নিচ্ছে ।
জাপানের অভিযোগ, 2014 সালের "মেক ইন ইন্ডিয়া" প্রকল্প চালুর পর থেকে ভারত আমদানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে । কয়েকটি পণ্যের শুল্ক WTO নির্ধারিত হারের তুলনায় অনেক বেশি । WTO-তে সদস্যপদের শর্ত ভেঙে ভারত মোবাইল ফোন, রাউটার ও বেস স্টেশনের উপর 20 শতাংশ কর নিচ্ছে ।
WTO-র নীতি অনুযায়ী, জাপানের এই অভিযোগের প্রেক্ষিতে ভারতকে 60 দিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে । তা না হলে WTO বিশেষ প্যানেলের মাধ্যমে ভারত বিধিভঙ্গ করেছে কি না, তার বিচার করবে ।