দিল্লি, 10 জুলাই : ভূমিকম্পের সময়ও যাত্রীদের নিরাপদে বহন করতে সক্ষম বুলেট ট্রেন চালু করল জাপান । টোকাইডো শিনকানসেন লাইনে এই বিশেষ বুলেট ট্রেনটি ঘন্টায় 380 কিলোমিটার বেগে ছুটতে পারে । জাপানি শিনকানসেন উচ্চ-গতির ট্রেনগুলির N700 সিরিজ়ের সর্বশেষ সংযোজন হল এই ট্রেন । টোকিও অলিম্পিক 2020-এর সময় এই ট্রেন চালু করার কথা ছিল ।
এই বুলেট ট্রেনটির অপারেটিং স্পিড প্রতি ঘন্টায় 285 কিলোমিটার । তবে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হ'ল এর সুরক্ষা ব্যবস্থা । ভূমিকম্পের প্রাথমিক শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে ট্রেনে । ট্রেনটিতে বিশ্বের প্রথম লিথিয়াম-আয়ন ব্যাটারি স্ব-চালিত সিস্টেম রয়েছে । এর ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ বিভ্রাট হলেও ট্রেনটি চলাচল করতে পারবে ।