পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Jalpaiguri Municipality distributes shops : পৌরভোটের আগে ব্যবসায়ীদের মন পেতে দিনবাজার মার্কেটে দোকান বিলি - জলপাইগুড়ি পৌরনিগম দিনবাজার মার্কেটে বিলি দোকান

2015-র 7 মে একশোরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল । পৌরনির্বাচনের আগে তড়িঘড়ি ক্ষতিগ্রস্তদের হাতে দোকান তুলে দিল জলপাইগুড়ি পৌরসভা (Jalpaiguri Municipality distributes shops) ।

Dinbazar Market Complex in Jalpaiguri
Dinbazar Market Complex news

By

Published : Feb 1, 2022, 12:26 PM IST

জলপাইগুড়ি, 1 ফেব্রুয়ারি : পৌর নির্বাচনের আগে বহু প্রতীক্ষিত দিনবাজার মার্কেট কমপ্লেক্সের দোকানঘর বণ্টন আরম্ভ করল জলপাইগুড়ি পৌরসভা । 2015-র 7 মে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় গিয়েছিল দিনবাজারের টিনশেড । পৌরভোটে ব্যবসায়ীদের পাশে থাকার আর্জি জানিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আনুকূল্যে জলপাইগুড়ি দিনবাজার মার্কেট কমপ্লেক্স দোকান দ্রুত বণ্টনের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ (Jalpaiguri Municipality distributes shops in Dinbazar Market Complex Jalpaiguri) ।

দিনবাজারে পাঁচতলা অত্যাধুনিক এই মার্কেট কমপ্লেক্স তৈরিতে প্রায় 19 কোটি টাকা খরচ করে 337টি দোকান ঘর তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর । এখানে তিনটি লিফটও রয়েছে । পৌরনিগমের প্রশাসক বোর্ডের কাছে কমপ্লেক্সের নিচের তলায় 38টি, প্রথম তলায় 45টি এবং দ্বিতীয় তলে 36টি দোকান ঘর ক্ষতিগ্রস্ত 132 জন ব্যবসায়ীদের দেওয়া হবে । সোমবার এই মার্কেট কমপ্লেক্স নির্মাণে সহযোগিতার জন্য 10 জন ব্যবসায়ী ও 10 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে দোকানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় ।

আরও পড়ুন : Ex KLO leader on Mamata :কর্মসংস্থানের নামে লাট্টুর মত ঘুরিয়েছেন দিদি, আন্দোলনের হুমকি প্রাক্তন কেএলও নেত্রীর

জলপাইগুড়ি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, “আমরা খুব খুশি । আজ আমাদের দোকান ঘর বন্টন প্রক্রিয়া শুরু হল ।” এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, আদিবাসী অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপকুমার বর্মা, সমাজসেবী মহুয়া গোপ, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাতো ও অন্যান্যরা। । তাঁরা পৌরভোটে ব্যবসায়ীদের পাশে থাকার আর্জি জানিয়েছেন । শাসকদলের সভানেত্রীও পৌরভোটে তাঁদের পাশে থাকার বার্তা দেন ।

ছ‘বছর আগে শতাব্দি পেরনো জলপাইগুড়ি দিনবাজারের একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছিল । সেই স্মৃতি দিনবাজারের ব্যবসায়ীদের কাছে ভয়াবহ । বিধ্বংসী আগুনে একের পর এক দোকান পুড়ে শেষ হয়ে যায় । জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার ও শিলিগুড়ি থেকে দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে । আগুনে পুড়ে যায় একশোরও বেশি দোকান ।

অন্যদিকে এদিন অনুষ্ঠান মঞ্চে পৌর এলাকায় ভূমিহীনদের জমির পাট্টা তুলে দেওয়া হয় । পৌরভোটের দিকে তাকিয়েই তড়িঘড়ি দোকান ও জমি বণ্টনের অভিযোগ তুলেছে বিরোধী শিবির । তাদের অভিযোগ, নতুন মার্কেট কমপ্লেক্সের সামনে নেই পার্কিং জোন, বিদ্যুৎ সংযোগ ও পানীয় জলের ব্যবস্থা ।

ABOUT THE AUTHOR

...view details