জলপাইগুড়ি,30 জুলাই : জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন গ্রিন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস। আজ স্বাস্থ্য কর্মীদের রোশের মুখে পরলেন স্বেচ্ছাসেবী সংগঠনের ওই সম্পাদক । জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের তৃণমূল প্রভাবিত ডাক্তারদের সংগঠন ছাড়া ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন( IMA) সাংবাদিক সম্মেলন করে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার সূত্রপাত,বেশ কিছুদিন আগে জলপাইগুড়ি কোভিড হাসপাতাল ও রানীনগর সেফ হোমে নিম্নমানের খাবার দেবার অভিযোগ উঠেছিল। এমনকি জল না পেয়ে বিক্ষোভও দেখিয়েছিল কোরোনা আক্রান্তরা । সেই বিষয়গুলি সোশাল মিডিয়ায় তুলে ধরেছিল অঙ্কুর বলে অভিযোগ অঙ্কুরের বিরুদ্ধে ।
ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের অঙ্কুরের বিরুদ্ধে অভিযোগ, গ্রিন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস সোসাল মিডিয়ায় কোভিড হাসপাতালে ও সেফ হোমের খাবার ও অন্যান্য পরিষেবা নিয়ে সরব হয়। এমনকি একটি লাইভ করেও কোরোনা মোকাবিলার উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। আজ সদর হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগে এক সাংবাদিক সম্মেলনে করে সদর হাসপাতালের ডাক্তার সহ স্বাস্থ্য কর্মীরা । ওই সাংবাদিক সম্মেলনে অঙ্কুর দাসকে বলা হয় যে স্বাস্থ্য ব্যবস্থার যে সকল ত্রুটি সে সোসাল মিডিয়ায় তুলে ধরেছে তা তাকে প্রমাণ করতে হবে ।
বিষয়টি নিয়ে আজ জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর বলেন, গ্রিন জলপাইগুড়ি প্রতিনিয়ত কোভিড হাসপাতালের বিভিন্ন ধরনের ইশুতে সোশাল মিডিয়ায় বিরুপ প্রতিক্রিয়া দিচ্ছে। যা বাস্তবে হচ্ছে না সেটাই পোস্ট করছে। আমরা স্বাস্থ দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সাথে জড়িতে যত বিভাগ রয়েছে সবাই মিলে আজ অঙ্কুরের করা অভিযোগুলির বিরুদ্ধে প্রতিবাদ করছি । আমরা চাই সে যদি তার করা দাবিগুলি প্রমাণ করতে পারে তাহলে আমরা তা মেনে নেব। আর যদি সে প্রমাণ করতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । আর এই বিষয়টি নিয়ে আমরা জেলাশাসককেও জানাব।