পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

জলপাইগুড়ি গৌড়ীয় মঠের ভিতরেই সীমাবদ্ধ থাকল রথযাত্রা - Gouriya math

কোরোনা সংক্রমণ এড়িয়ে রথযাত্রা পালনের জন্য জলপাইগুড়ি গৌড়ীয় মঠে প্রাঙ্গনের ভিতরেই রথের দড়িতে টান দেওয়া হল। দর্শনার্থীদের প্রবেশেও এই বছর নিষেধাজ্ঞা জারি করা হয় মঠের তরফ থেকে।

Jalpaiguri rath yatra
Jalpaiguri rath yatra

By

Published : Jun 23, 2020, 8:07 PM IST

জলপাইগুড়ি, 23জুন : প্রতিবছর রথযাত্রায় জলপাইগুড়ির গৌড়ীয় মঠ থেকে মাসির বাড়ি যোগমায়া কালীবাড়িতে আসেন তিন ভাই বোন। কোরোনাকালে সামাজিক দূরত্ব বিধি মেনে রথ যাত্রার আয়োজন করতে এই বছর রথযাত্রা হল একটু অন্যরকম। রথের চাকা গড়ালেও তা মন্দিরের গণ্ডি পার হলো না। এই বছরের জন্য বিশেষ ভাবে নাটমন্দিরে তৈরি করা হলো মাসির বাড়ি, সেখানেই গেলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী।

জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইনের গৌরীয় মঠের রথযাত্রাকে কেন্দ্র করে প্রতিবছর হাজার হাজার মানুষের ভিড় হয়। তবে এইবছর পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। তাই রথের চাকা রাস্তায় নয়, মন্দির প্রাঙ্গনেই সীমাবদ্ধ থেকে গেল। দর্শনার্থী আটকাতে মঠের গেট আটকে নিয়মনিষ্ঠা মেনে পালিত হল রথযাত্রা । রথযাত্রায় উপস্থিত ছিলেন কেবল মঠের সদস্যরা। সুরক্ষার জন্য মঠের বাইরে ও ভেতরে পুলিশ মোতায়েন করা হয়েছিল ।

প্রতি বছর গৌরীয় মঠ থেকে রথে চড়ে যোগমায়া কালি বাড়িতে মাসির বাড়ি বেড়াতে আসেন জগন্নাথ দেব ও তাঁর দুই ভাইবোন। কিন্তু এই বছর কোরোনা জেরে বদলে গেল নিয়ম। মঠের ভেতরেই নাট মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি বানানো হল। সেখানেই আগামী এক সপ্তাহ ধরে মাসির বাড়িতে থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী।

জলপাইগুড়ি গৌরীয় মঠের ভারপ্রাপ্ত আধিকারিক সুন্দরানন্দ দাস ব্রক্ষ্মচারি জানান, "কোরোনা ভাইরাসের জেরে রথ বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে। নিয়মনিষ্ঠা মেনে মঠের ভিতরেই রথযাত্রা পালিত হয়েছে। যাতে ভিড় না হয়, তার জন্য দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং গেটের বাইরে ও ভিতরে পুলিশ মোতায়েন করা হয়েছে। "

ABOUT THE AUTHOR

...view details