জলপাইগুড়ি, 23জুন : প্রতিবছর রথযাত্রায় জলপাইগুড়ির গৌড়ীয় মঠ থেকে মাসির বাড়ি যোগমায়া কালীবাড়িতে আসেন তিন ভাই বোন। কোরোনাকালে সামাজিক দূরত্ব বিধি মেনে রথ যাত্রার আয়োজন করতে এই বছর রথযাত্রা হল একটু অন্যরকম। রথের চাকা গড়ালেও তা মন্দিরের গণ্ডি পার হলো না। এই বছরের জন্য বিশেষ ভাবে নাটমন্দিরে তৈরি করা হলো মাসির বাড়ি, সেখানেই গেলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী।
জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইনের গৌরীয় মঠের রথযাত্রাকে কেন্দ্র করে প্রতিবছর হাজার হাজার মানুষের ভিড় হয়। তবে এইবছর পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। তাই রথের চাকা রাস্তায় নয়, মন্দির প্রাঙ্গনেই সীমাবদ্ধ থেকে গেল। দর্শনার্থী আটকাতে মঠের গেট আটকে নিয়মনিষ্ঠা মেনে পালিত হল রথযাত্রা । রথযাত্রায় উপস্থিত ছিলেন কেবল মঠের সদস্যরা। সুরক্ষার জন্য মঠের বাইরে ও ভেতরে পুলিশ মোতায়েন করা হয়েছিল ।