জলপাইগুড়ি, 7জুলাই : জলপাইগুড়িcovidহাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হচ্ছে।তারজন্য26জনবিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্য দপ্তরের কোরোনা মোকাবিলায়উত্তরবঙ্গেরOSDচিকিৎসকসুশান্ত রায়।
মাল্টি স্পেশালিটি হচ্ছে জলপাইগুড়ি covid হাসপাতাল - Covid 19
জলপাইগুড়ি covid হাসপাতালকে মাল্টি স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হচ্ছে। নিয়োগ করা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক ।
![মাল্টি স্পেশালিটি হচ্ছে জলপাইগুড়ি covid হাসপাতাল Jalpaiguri Covid hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:57:00:1594124820-wb-jal-02-covid-multi-speciality-hospital-7203427-07072020175458-0707f-1594124698-372.jpg)
মাল্টি স্পেশালিটি হচ্ছে জলপাইগুড়িcovidহাসপাতাল
সুশান্তরায় বলেন, “আমরাcovidহাসপাতালের রোগীদের কোরোনা ছাড়াওতাদের অন্য যে সমস্ত সমস্যা আছে তার চিকিৎসার জন্য ২৬ জন ডাক্তারকে নিয়োগ করছি। যাঁরাএখানে ভরতি হচ্ছে তাদের অনেকের চোখের সমস্যা থাকতে পারে। তারজন্য3জন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। এছাড়াওচর্মরোগ বিশেষজ্ঞ,স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগ করা হচ্ছে। "
হাসপাতালেররোগীদের দেখভালের জন্য আরও20জন নার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান সুশান্তবাবু ।
রাজ্যস্বাস্থ্যদপ্তর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী জলপাইগুড়িতে মোট কোরোনাআক্রান্তের সংখ্যা402।এই মুহূর্তে চিকিৎসাধীন76।