ম্যাঞ্চেস্টার, 15 জুন : ক্রিকেট বিশ্বে তো বটেই, আপামর খেলার জগতেও এত বড় মহারণ খুব কমই দেখা যায় । ক্রিকেটের ক্ষেত্রে ধারেভারে কিছুটা কাছাকাছি থাকে অ্যাসেজ় সিরিজ । যেখানে দ্বৈরথে দেখা যায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে । কিন্তু, অ্যাসেজ় সিরিজ়ও বোধহয় এত উত্তাপ ছড়াতে পারে না । যতটা ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ছড়ায় । সেই মহারণের ক্ষেত্র আরও একবার প্রস্তুত । এবার বিশ্বকাপ ক্রিকেটে । রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ।
দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে । সীমান্তের আঁচ পড়েছে ক্রিকেটেও। দুই দলের মধ্যে ক্রিকেটীয় লড়াই কার্যত বন্ধ । হাজারো কাটাছেঁড়ার পর অবশ্য বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দেশ । এরকম একটা পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দুই দলই । বলা ভালো, উভয় দলের ক্রিকেটারই।
টুর্নামেন্টে বেশ ভালো জায়গায় আছে ভারত । প্রথম দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে ভেস্তে যায় । স্বাভাবিকভাবেই পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় উভয় দেশের মধ্যে । কাজেই টুর্নামেন্টে বেশ ভালো শুরু করেছে কোহলি ব্রিগেড। এর উপর আবার রয়েছে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড । 1992 সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান । প্রতিবারই জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া । অন্যদিকে, টুর্নামেন্টে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। কারণ, তারা উইন্ডিজ় এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে আছে । একমাত্রে জয়ে এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে । শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় চার ম্যাচে পাকিস্তানের পয়েন্ট তিন ।