পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ISIS নজরে ভারত, হামলা হতে পারে কোচিতে; সতর্কতা গোয়েন্দা রিপোর্টে - Terrorism

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ভারত, শ্রীলঙ্কতে 'উলফ অ্যাটাক' চালানোর পরিকল্পনা করছে ISIS ।

ছবিটি প্রতীকী

By

Published : Jun 20, 2019, 11:52 AM IST

তিরুবন্তপুরম, 20 জুন : ইরাক ও সিরিয়াতে ক্রমশ জমি হারাচ্ছে ISIS । তাই এবার তাদের নজর ভারত, শ্রীলঙ্কা সহ ভারতীয় মহাসাগরীয় এলাকার দেশগুলি । সেখানে 'উলফ অ্যাটাক' চালানোর পরিকল্পনা করছে ISIS ।

কেরালার গোয়েন্দা দপ্তর থেকে রাজ্য পুলিশকে তিনটি চিঠি পাঠানো হয়েছে । তাতে ISIS-এর সম্ভাব্য সংগঠন বিস্তারের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে । সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, ইরাক ও সিরিয়াতে জমি হারানোর পর বিভিন্ন দেশ প্রতিনিধি সংগ্রহ করতে শুরু করে ISIS ।

15 দিন আগে আরও একটি গোয়েন্দা সতকর্তা পাঠানো হয় । সেই রিপোর্ট অনুযায়ী, একটি শপিং মল সহ কোচির গুরুত্বপূর্ণ স্থানগুলিতে হামলা চালাতে পারে ISIS । গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি ভারতে নেটদুনিয়ায় ISIS-এর কার্যকলাপ বেড়েছে । যা সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার পূর্বাভাস ।

গোয়েন্দাদের একাংশের মতে, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও কাশ্মীরে ISIS-র প্রভাব সবথেকে বেশি । এতদিন পর্যন্ত যোগাযোগের জন্য ISIS-এর অপারেটিভরা মূলত টেলিগ্রাম ম্যাসেঞ্জার ব্যবহার করত । কিন্তু, এখন তথ্য গোপন রাখার জন্য সিগনাল, সাইলেন্ট টেক্সের মতো অ্যাপ ব্যবহার করছে ।

এক সিনিয়র পুলিশ আধিকারিকের বক্তব্য, গত কয়েক বছরে কেরালা থেকে কমপক্ষে 100 জন ISIS-এ যোগ দিয়েছে । এছাড়াও, কট্টরপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ বেশ কয়েকজনকে চিহ্নিত করে রাজ্যের 21 টি কাউন্সেলিং সেন্টারে তাদের চরমপন্থা নিরসনের চেষ্টা চলছে । ওই পুলিশ আধিকারিকের বক্তব্য, সেই সংখ্যাটা প্রায় 3 হাজারের কাছাকাছি ।

সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে অভ্যন্তরীণ সিকিউরিটি সেলকে আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, কট্টরপন্থী পুলিশ অফিসারদের চিহ্নিত করতে 10-12টি অনলাইন হানি ট্র্যাপ সেলকে কাজে লাগানো হচ্ছে । এপ্রিল মাসে শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত প্রায় 30 জনের উপর নজর রয়েছে পুলিশের । শ্রীলঙ্কা থেকে ISIS জঙ্গিদের ভারতে প্রবেশ আটকাতে মে'র শেষ দিক কেরালা উপকূলে কড়া সতকর্তা জারি রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details