কলকাতা, 17 এপ্রিল : ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য ক্ষতি হতে পারে কলকাতা পৌরনিগমের ভবনের। শতাব্দী প্রাচীন ভবনটি রক্ষা করতে সেখানে লোহার কাঠামো বসানো হচ্ছে। কিছুদিনের মধ্যেই বিবাদী বাগ-শিয়ালদার মধ্যে মেট্রোর সুড়ঙ্গের কাজ শুরু হবে। এই কাজের জন্য ইতিমধ্যেই রাজা সুবোধ মল্লিক স্কয়্যারের বুস্টার পাম্পিং স্টেশনের স্থান পরিবর্তন করা হয়েছে। শিয়ালদা থেকে এস এন ব্যানার্জি রোড ধরে মেট্রো রেলের সুড়ঙ্গটি বিবাদী বাগ পর্যন্ত যাবে। এই কাজ চালাকালীন যাতে কলকাতা পৌরনিগমের মূল ভবনটির কোনও ক্ষতি না হয় সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পৌরনিগমের ভবনটি রক্ষা করতে লোহার কাঠামো দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে।
মেট্রোর কাজে ফাটলের আশঙ্কা পৌরভবনে, বসছে লোহার কাঠামো - firhad hakim
ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন পাততে সুড়ঙ্গ খোঁড়ার জন্য ফাটল ধরতে পারে এরকম 48 টি ভবন চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে কলকাতা পৌরনিগমের সদর দপ্তর রয়েছে। বিপদ এড়াতে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এস এন ব্যানার্জি রোডের দিকে থাকা পৌরনিগমের দু'টি গেটের ভিতরের আর্চে লোহার রড লাগানো হয়েছে। এছাড়া মূল ভবনের সঙ্গে যুক্ত ট্রেজ়ারি বিল্ডিংয়ের যাতে কোনও ক্ষতি না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। মেট্রোর কাজ চলাকালীন কলকাতা পৌরনিগমের অভিজ্ঞ ইঞ্জিনিয়ররা ও আধিকারিকরা তদারকি করবেন। পৌরনিগমের ভবনটি রক্ষার জন্য একাধিক লোহার কাঠামো বসানো হবে।
মেয়র ফিরহাদ হাকিম জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য পৌরনিগমের ভবনকে রক্ষা করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ইঞ্জিনিয়র ও কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়রদের মধ্যে বৈঠক হয়েছে।