দিল্লি, 10 জুন : বর্ণবৈষম্য শুধুমাত্র চামড়ার রঙের মধ্যে সীমাবদ্ধ নেই । ভিন্ন চিন্তাধারার মানুষকেও নানভাবে বর্ণবৈষম্যের শিকার হতে হয় । মনে করেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান । তাঁর টুইটবার্তা, "বর্ণবৈষম্য শুধুমাত্র শরীরের রঙের মধ্যে সীমাবদ্ধ নেই । অন্য চিন্তাধারায় বিশ্বাসী বলে একটি সোসাইটিতে তোমাকে বাড়ি কিনতে না দেওয়াটাও একপ্রকারের বর্ণবৈষম্যই।” প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি অভিযোগ করেন, 2014-র IPL-এর সময় তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয় । এই অবস্থায় ইরফান পাঠানের এই টুইটবার্তা ।
2014 IPL-এ সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় ড্যারেন সামিকে 'কালুু' বলে ডাকা হত । সম্প্রতি 'কালু' শব্দের অর্থ জানার পর বর্ণবৈষম্য নিয়ে মুখ খোলেন সামি । প্রতিবাদ জানান । আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও অন্য ক্রিকেট বোর্ডকেও বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।