হায়দরাবাদ, 14 জুলাই : চিনের সঙ্গে সহযোগিতার খসড়া অনুমোদনের পর ভারতকে চাবাহার রেল প্রজেক্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইরানের । সেদেশের একটি সংবাদমাধ্যমের দাবি, নয়া দিল্লির তরফে ফান্ডিংয়ে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত তেহরানের ।
সম্প্রতি বেজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তেহরান । সেক্ষেত্রে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর উল্লেখযোগ্য ছাড় এবং দু'বছর পর্যন্ত পেমেন্ট বিলম্বিত করার ক্ষমতা-সহ বেশ কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে । এরপরেই ভারতকে চাবাহার রেল প্রজেক্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইরানের বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ ।