পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অলিম্পিকের খরচ কমাতে বৈঠক - স্থগিত টোকিও অলিম্পিক 2020

IOC সভাপতি থমাস বাচ গতমাসে জানিয়েছিলেন, অলিম্পিক স্থগিত হওয়ায় IOC র প্রায় 800 মিলিয়ন US ডলার ক্ষতির সম্মুখিন হয়েছে ।

Image
টোকিও অলিম্পিক 2020

By

Published : Jun 10, 2020, 10:24 PM IST

দিল্লি, 10 জুন : কোরোনার কারণে স্থগিত হওয়া অলিম্পিকের পুনরায় আয়োজনের জন্য নিজেদের মধ্যে আলোচনায় বসল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং টোকিও ২০২০ অলিম্পিকের আয়োজক কমিটি । গেমসের খরচ হ্রাস এবং স্থগিত গেমস অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়াটিকে সহজ করার জন্য ২০০ টিরও বেশি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে ।

আন্তর্জাতিক ফেডারেশনকে এদিন একটি চিঠি দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই চিঠিতে বলা হয়েছে, " টোকিও অলিম্পিক 2020 স্থগিত হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মোকাবিলা ও গেমসের খরচ হ্রাস করার জন্য 200 টি বিকল্প নিয়ে IOC ও টোকিও 2020 অলিম্পিক আয়োজক কমিটির মধ্যে আলোচনা হয়েছে । এই বিকল্পগুলির মধ্যে সমস্ত দিকগুলি ও স্টেকহোল্ডারদের কথাও বিবেচনা করা হয়েছে। "

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ গতমাসে জানিয়েছিলেন, অলিম্পিক স্থগিত হওয়ায় IOC র প্রায় 800 মিলিয়ন US ডলার ক্ষতির সম্মুখিন হয়েছে । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বোর্ড মিটিং এর পর বাচ বলেন, " আমাদের 800 মিলিয়ন US ডলার খরচ করতে হবে । স্থগিত হওয়া টোকিও অলিম্পিক আয়োজনে আমাদেরও কিছু দায়ভার ছিল । "
বাচ আরও বলেন , " 650 মিলিয়ন খরচ হবে সামনের বছর অলিম্পিক পুনরায় আয়োজনে । এবং বাকি 150 মিলিয়ন আন্তর্জাতিক ফেডারেশন ও ন্যাশনাল অলিম্পিক কমিটিকে সাহায্য করতে খরচ হবে ।"

টোকিও অলিম্পিক 2020 হবার কথা ছিল জুলাইয়ের 24 থেকে 9 অগাস্ট পর্যন্ত । কিন্তু মার্চ মাসেই কোরোনা ভাইরাস ভয়ঙ্কর রূপ নেওয়ার জন্য "গ্রেটেস্ট শো অন দা আর্থকে" স্থগিত রাখতে হয়।

ABOUT THE AUTHOR

...view details