লাহোর , 26জুন : ক্রিকেটারদেরস্বাস্থ্যের প্রতি অবহেলা। এরজন্যইPCBও তার মেডিকেল স্টাফদেরতীব্র ভর্ৎসনা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। ইংল্যান্ডেরবিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য29জনের দল বাছা হয়েছিল তারমধ্যে9জনেরশরীরে মেলে কোরোনা ভাইরাসের হদিস। এছাড়া একজন সাপোর্ট স্টাফও কোরোনা আক্রান্ত ।প্রথমদিকে তিন জনক্রিকেটারের শরীরে কোরোনা পজিটিভ ধরা পড়ে । মঙ্গলবার PCBনিশ্চিত করে আরও7জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস পাওয়া গেছে । নতুনকরে যে7ক্রিকেটারকোরোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন,ফাকর জামান,ইমরানখান,কাশিফভাট্টি,মহম্মদহাফিজ,মহম্মদহাসনাইন,মহম্মদরিজওয়ান ও ওয়াহাব রিয়াজ।যদিও এই 7জনেরকারুরই কোরোনার কোনও উপসর্গ থাকেনি । ম্যানচেস্টার উড়ে যাওয়ার আগে প্রথম রাউন্ডেরপরীক্ষায় সবার কোরোনা ধরা পড়ে ।নিজের ইউটিউবচ্যানেলে ইনজামাম উল হক বলেন,"PCBকোনও সাহায্য করছে না ।PCB-র মেডিকেল স্টাফরা দু'দিনধরে ক্রিকেটারদের ফোন তুলছেন না । এটা খুব খারাপ ব্যবহার। আমিPCBকে অনুরোধ করব পুরো বিষয়টিকে ভালো করে নজর দেবার জন্য ।"
50বছরের এই পাকিস্তানি ক্রিকেটার আরও বলেন,ন্যাশনালক্রিকেট একাডেমিতে এই ক্রিকেটারদের আইসোলেশন এর ব্যবস্থা করা উচিতPCBর ।
ক্রিকেটারদের স্বাস্থ্য প্রসঙ্গে PCB-কে নিশানা ইনজির
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য 29 জনের দল বাছা হয়েছিল তার মধ্যে 9 জনের শরীরে মেলে কোরোনা ভাইরাসের হদিস। এছাড়া একজন সাপোর্ট স্টাফও কোরোনা আক্রান্ত ।
PCB
ক্রিকেটারদের স্বাস্থ্য প্রসঙ্গেPCB-কেনিশানা ইনজির