বাতিল হল ভারতের শ্রীলঙ্কা সফর - SC
বাতিল হল ভারতের শ্রীলঙ্কা সফর। সোশাল মিডিয়ায় একথা জানায় ICC। কোরোনার কারণে এই সফর বাতিল করল ভারতীয় বোর্ড।
হায়দরাবাদ, 11জুন : বাতিল করা হলভারতের শ্রীলঙ্কা সফর । কোরোনা ভাইরাসের কারণে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ।তাই দু'দেশেরক্রিকেট বোর্ডের তরফে সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় ।
ক্রিকেটের সর্বোচ্চনিয়ামক সংস্থা একথা সোশাল মিডিয়ায় ঘোষণা করে । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরতরফে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সফর বাতিল হওয়ার কথা জানানো হয় । বলে হয় কোরোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আজ ICCটুইট করে বলে, "এই মাসের শেষ দিকে ভারতের শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। কোরোনা ভাইরাসের কারণে সেটা স্থগিত করা হল ।"
জুনের শেষ সপ্তাহথেকে জুলাই পর্যন্ত ভারত শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ও তিনটি টি-20ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল । যদিও ম্যাচের দিন ঠিক করা হয়নি ।