পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

2021 পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ডেভিস কাপে ভারত-ফিনল্যান্ড ম্যাচ - ডেভিস কাপ

বিশ্বের প্রথম সারির 4 জন টেনিস খেলোয়াড় সম্প্রতি কোরোনা আক্রান্ত হন । তারপরই ডেভিস কাপের ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন।

Image
Devis cup

By

Published : Jun 27, 2020, 2:19 AM IST

2021পর্যন্ত পিছিয়েদেওয়া হল ডেভিস কাপে ভারত-ফিনল্যান্ড ম্যাচ

দিল্লি , 26জুন : দোসর কোরোনা ভাইরাস।2021সাল পর্যন্ত পিছিয়ে গেল ফিনল্যান্ডের বিরুদ্ধে ভারতের ডেভিস কাপের ম্যাচ ।মাদ্রিদের ফাইনাল ম্যাচ সহ সামনের বছর পর্যন্ত ডেভিস কাপের সমস্ত ম্যাচেই পিছিয়েদেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন।ওয়ার্ল্ড গ্রুপেরটাই খেলতে সেপ্টেম্বরে ভারতের ফিনল্যান্ডে যাওয়ার কথা ছিল । এখন পরবর্তী পরিস্থিতিতেএই ম্যাচটি খেলা হবে সামনের বছর মার্চে অথবা সেপ্টেম্বরে।বিশ্বের প্রথম সারির4জনটেনিস খেলোয়াড় সম্প্রতি কোরোনা আক্রান্ত হন । কোরোনা আক্রান্ত হন বিশ্বের এক নম্বরটেনিস তারকা নোভাক জোকোভিচ । তারপরই টুর্নামেন্টের ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তনিল ফেডারেশন।একটি বিবৃতিতে ITFজানায়,ইভেন্টটি স্থগিতের সিদ্ধান্তটি যথেষ্ট যৌক্তিক ওনিয়ন্ত্রক চ্যালেঞ্জগুলির তিন মাসের পর্যালোচনার পরে ঠিক করা হয় । যেটা প্যানডেমিকেরকারণে সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য এবং সুরক্ষার সঙ্গে সবকিছু গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করে ম্যাচ আয়োজন করা হবে।"মাদ্রিদে ফাইনালম্যাচ খেলার জন্য 18টা টিম লড়াই করবে । এবং সেই ম্যাচগুলির পুনরায় সূচিবানানো হবে ।ইতিমধ্যে ATPWTPট্যুর বাতিল করতে হয়েছেITFকে । এমনকী সবথেকে পুরানোগ্র্যান্ডস্লাম উইম্বলডনও বাতিল করতে হয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এইইভেন্ট বাতিল করা হল ।

ABOUT THE AUTHOR

...view details