পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

17 জুন দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক, যোগ দেবেন সাড়ে 3 লাখ চিকিৎসক - West Bengal

দেশজুড়ে হাসপাতালগুলিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।

আন্দোলন

By

Published : Jun 14, 2019, 4:36 PM IST

Updated : Jun 14, 2019, 6:31 PM IST

কলকাতা, 14 জুন : সোমবার (17 জুন) দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) । প্রায় সাড়ে তিন লাখ চিকিৎসক এই ধর্মঘটে সামিল হবেন বলে দাবি IMA-এর ।

NRS-র ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে । তাঁদের সমর্থনে এগিয়ে আসেন দেশের সব প্রান্তের চিকিৎসকরা । এরপর ধর্মঘটের ডাক দেয় IMA । 17 জুন সকাল থেকে ধর্মঘট শুরু হবে । বন্ধ থাকবে হাসপাতালের আউটডোর সহ অন্য বিভাগ । তবে ইমারজেন্সি বিভাগ চালু থাকবে ।

এই সংক্রান্ত আরও খবর :ডাক্তারদের নিরাপত্তায় কী পদক্ষেপ, জানান সাতদিনে : রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

IMA-এর জেনেরাল সেক্রেটারি আর ভি আশোকান বলেন, "পরিবহ মুখোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা করছে IMA । দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে ।"

এই সংক্রান্ত আরও খবর :মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, দাবি জুনিয়র ডাক্তারদের

Last Updated : Jun 14, 2019, 6:31 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details