কলকাতা, 14 জুন : সোমবার (17 জুন) দেশজুড়ে হাসপাতাল ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) । প্রায় সাড়ে তিন লাখ চিকিৎসক এই ধর্মঘটে সামিল হবেন বলে দাবি IMA-এর ।
NRS-র ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে । তাঁদের সমর্থনে এগিয়ে আসেন দেশের সব প্রান্তের চিকিৎসকরা । এরপর ধর্মঘটের ডাক দেয় IMA । 17 জুন সকাল থেকে ধর্মঘট শুরু হবে । বন্ধ থাকবে হাসপাতালের আউটডোর সহ অন্য বিভাগ । তবে ইমারজেন্সি বিভাগ চালু থাকবে ।