পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

LAC-তে বাহিনীর জন্য জরুরি নির্দেশিকা সেনার - প্রকৃত নিয়ন্ত্রণরেখা

চিন বাহিনী প্রত্যাহার করলেও ভবিষ্যতে কোনও ঝুঁকি নেওয়া হবে না, তাই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন জারি থাকবে । পূর্ব লাদাখ সেক্টরে চরম ঠান্ডার জন্য হাজারটি তাঁবু ফেলার নির্দেশিকা আসতে চলেছে সেনার তরফে ।

indian army
indian army

By

Published : Jul 6, 2020, 10:39 PM IST

লেহ (লাদাখ), 6 জুলাই : চিনা আগ্রাসন রুখতে ইতিমধ্যেই 30 হাজারের বেশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় । লাদাখ সেক্টরে চরম ঠান্ডার কথা মাথায় রেখে এই বিশাল বাহিনীর জন্য জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি করতে চলেছে ভারতীয় সেনা । প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) সেনা মোতায়েন সেপ্টেম্বর-অক্টোবর সময়সীমা পর্যন্ত দীর্ঘায়িত হবে বলে মনে করছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা । তাই আবহাওয়ার কথা চিন্তা করে এখন থেকেই সেনা-জওয়ানদের জন্য LAC-তে তাঁবুর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে ।

উচ্চপর্যায়ে সেনাসূত্রে খবর, চিন বাহিনী প্রত্যাহার করলেও ভবিষ্যতে কোনও ঝুঁকি নেওয়া হবে না, তাই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন জারি থাকবে । পূর্ব লাদাখ সেক্টরে চরম ঠান্ডার জন্য হাজারটি তাঁবু ফেলার নির্দেশিকা আসতে চলেছে সেনার তরফে ।

চিন ইতিমধ্যেই তাদের বিশেষ শীতকালীন তাঁবুগুলিতে পিচিং শুরু করেছে । সিয়াচেন হিমবাহে একই ধরনের তাঁবু এবং কাঠামো রয়েছে এমন কয়েকটি পূর্ব লাদাখ সেক্টরেও ব্যবহার করছে ভারতীয সেনা ।ভারত এবং ইউরোপ উভয় বাজারেই এ'জাতীয় তাঁবুগুলির খোঁজ করা হচ্ছে, কারণ প্রচন্ড শীত শুরুর আগেই ওই তাঁবু ফেলতে চায় সেনা ।

নরেন্দ্র মোদির সরকার প্রতিরক্ষা বাহিনীর যে-কোনও ধরণের অস্ত্র, গোলাবারুদ এবং অন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে। রাশিয়া এবং বিশ্বের অন্যান্য অস্ত্র সরবরাহকারীদের কাছ থেকে M-777 আল্ট্রা-লাইট হাউইৎজ়ার এবং বিভিন্ন ধরণের গোলাবারুদ ও অস্ত্র কিনতে চলেছে ভারতীয় সেনা । প্রসঙ্গত, পূর্ব লাদাখে চিন ভারি অস্ত্রসহ 20 হাজারেরও বেশি সেনা মোতায়েন করার পরই চিন সীমান্তে এই সংকট শুরু হয় ।

ABOUT THE AUTHOR

...view details