শ্রীনগর, 13 অক্টোবর : জম্মু-কাশ্মীরে পাকিস্তানের অস্ত্র পাচারের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনা । গত 5 দিনে এই নিয়ে দ্বিতীয়বার ।
সেনা সূত্রে খবর, উত্তর কাশ্মীরের তাংধর সেক্টরে মোতায়েন ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানি সেনার অস্ত্র পাচারের চেষ্টা বানচাল করে ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল 6 টা 30 মিনিট নাগাদ জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি জায়গায় অভিযান চালায় ভারতীয় সেনা । উদ্ধার হয় অস্ত্র ভরতি একটি ব্যাগ । ব্যাগের মধ্যে ছিল 5 টি পিস্তল, 10 টি ম্যাগাজিন, 138 রাউন্ড গুলি ।
এর আগে চলতি মাসের 9 তারিখ উত্তর কাশ্মীরের কিরণ সেক্টরের কাছে উদ্ধার হয়েছিল AK74 রাইফেল, 240 AK রাইফেলের গুলি এবং 8 টি ম্যাগাজিন ।