দিল্লি, 3 জুন : পাঁচ যাত্রী ও আটজন বিমানকর্মীসহ নিখোঁজ ভারতীয় বায়ুসেনার একটি বিমান । বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে বায়ুসেনা । বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে একটি সূত্র থেকে দাবি করা হলেও বায়ুসেনার তরফে তা স্বীকার করা হয়নি ।
আজ বেলা 12টা 25 মিনিটে অসমের জোরহাট থেকে ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনোভ An-32 বিমানটি ছাড়ে । সেটির গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকার মিলিটারি ল্যান্ডিং স্ট্রিপ । সেই পথ অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে । দুপুর একটার সময় বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করা গেছিল । তারপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।