পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভারতের দ্রুত ক্রিকেট ফিরবে বলে আশাবাদী লা-লিগার ম্যানেজিং ডিরেক্টর - Coronavirus

বিশ্বজুড়ে কোরোনার থাবায় আপাতত বন্ধ আছে ক্রিকেট । তবে জুলাই মাসে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ফের ক্রিকেট ফিরছে মাঠে । তবে ভারতে দ্রুত ক্রিকেট ফিরবে বলে আশাবাদী লা লিগা ভারতের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টোনিও কাচাজা ।

Image
লা লিগা

By

Published : Jun 8, 2020, 7:58 PM IST

দিল্লি, 8 জুন: ফ্রান্স ফুটবল লিগ লা লিগার বিশ্বজুড়ে সমর্থক ছড়িয়ে ছিটিয়ে আছে । কারও পছন্দ লিও মেসির বার্সেলোনা, তো আবার কেউ কেউ পছন্দ করেন জিনেদিন জিদান, সেরখিও রামোসের রিয়াল মাদ্রিদ। কোরোনা ভাইরাস এর পরবর্তী সময়ে 11 জুন থেকে ফের শুরু হচ্ছে লা লিগা। টিভির পর্দায় লা লিগা দেখতে মুখিয়ে আছে ভারতীয় দর্শকরাও। কিন্তু লা লিগা ভারতের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টোনিও কাচাজা ভারতের ক্রিকেট ফেরা নিয়ে আশাবাদী। তাঁর মত, শীঘ্রই ভারতের ক্রিকেট খেলা শুরু হবে।

বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের থাবায় বন্ধ প্রায় সমস্ত খেলা। এই অবস্থায় লা লিগা প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করল।

চলতি মরশুমের ফের খেলা শুরু হবে 11 জুন থেকে । রিয়াল বেটিস বনাম সেভিলার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে লা লিগা। এরইমধ্যে সাতদিনের সূচি প্রকাশ করল লা লিগা কর্তৃপক্ষ। 16 জুন মাঠে নামছে বার্সেলোনা অন্যদিকে 18 জুন ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ । এখনো পর্যন্ত লা লিগার 110 টি ম্যাচ বাকি আছে। জুনের 11 তারিখ থেকে জুলাই 19 তারিখের মধ্যে সমস্ত খেলা শেষ করতে হবে।

এদিন লা লিগার পক্ষ থেকে ভারতে একটি ভিডিয়ো কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেখানে কাচাজা বলেন, “আমি আশা করি ভারতও খুব দ্রুত স্বাভাবিক হবে। তবে ভারত একমাত্র তখনই স্বাভাবিক হবে যখন ক্রিকেট খেলা শুরু হবে। আমি আশা করি ভারতে খুব দ্রুত ক্রিকেট খেলা শুরু হবে। আমার দিল্লির অ্যাপার্টমেন্ট থেকে সেই খেলা দেখার ইচ্ছা আছে ।” ভারতের লা লিগার প্রায় চার মিলিয়ন ভক্ত আছেন বলেও উল্লেখ করেন কাচাজা।

মার্চ মাস থেকেই ভারতে ক্রিকেট থমকে আছে। 13তম IPL আপাতত স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তবে ভারতীয় বোর্ড অক্টোবর-নভেম্বরে উইন্ডোতে IPL করা যেতে পারে বলে আশাবাদী ।

ABOUT THE AUTHOR

...view details