ম্যানচেস্টার, 17 জুন : হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আগামী 2-3টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার । গতকাল নিজের তৃতীয় ওভারের চতুর্থ বল করার পর মাঠের বাইরে চলে যান তিনি । ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, চোট খুব একটা গুরুতর নয় । তবে, আগামী 2-3 ম্যাচ তিনি মাঠের বাইরেই থাকবেন ।
ফের ধাক্কা ভারতীয় শিবিরে, আগামী 2-3 ম্যাচে নেই ভুবনেশ্বর
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আগামী 2-3টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার ।
ফোটো ফোটো
ভারত- অস্ট্রেলিয়ার ম্যাচে চোট ভেঙে দেয় রোহিত-ধাওয়ান জুটি । আঙুলে চোটের জন্য আপাতত দলের বাইরে শিখর ধাওয়ান । গতকাল রোহিতের সাথে ওপেন করেন লোকেশ রাহুল । সফল হয়েছে এই জুটি । দলে আসেন বিজয় শংকর ড্রেসিংরুমে বসেই দলকে চিয়ারআপ করেন শিখর ।
বোলিংয়ে জোর দিতে ফর্মে থাকা ভুবিই গত চার ম্যাচে পছন্দ ছিল বিরাটের । গতকাল ম্যাচের শুরুতে ভুবির চোটে কপালে চিন্তার ভাঁজ পড়ে ভারতের । তবে, বাকি বোলাররা সেই শূন্যতা বুঝতে দেননি ।
Last Updated : Jun 17, 2019, 11:34 AM IST