মুম্বই, 28 জুন : অনেকদিন ধরেই জল্পনা চলছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরবে না ভারত । গেরুয়া বা কমলা রংয়ের জার্সি পরবেন ভারতীয় খেলোয়াড়রা । সোশাল মিডিয়ায় জার্সির একাধিক ডিজ়াইন ছড়িয়ে পড়ে । যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি BCCI । অবশেষে সেই জল্পনাতে সিলমোহর দিল ভারতের জার্সি প্রস্তুতকারী সংস্থা । জানাল, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-নীল জার্সি পরে খেলবেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা ।
একদিনের ক্রিকেটে দুটি দলের জার্সির রং অনেক সময় প্রায় এক হয়ে যেত । সেজন্য ফুটবলের মতো ক্রিকেটেও হোম ও অ্যাওয়ে জার্সির নিয়ম চালু করে ICC । চলতি বিশ্বকাপে যেমন আফগানিস্তান, ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার জার্সির রং নীল । যদিও আফগানিস্তান ম্যাচে হোম টিমের সুবিধা পাওয়ায় ভারত নীল জার্সি পরে । কিন্তু, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত অ্যাওয়ে দলের তকমা পেয়েছে । সেজন্য বিরাটরা কী জার্সি পরবেন এনিয়ে জল্পনা শুরু হয় । সোশাল মিডিয়ায় জার্সির বিভিন্ন ডিজ়াইন ছড়িয়ে পড়ে । যদিও BCCI বা ভারতের জার্সি প্রস্তুতকারী সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি । অবশেষে আজ বহুজাতিক সংস্থাটি ভারতের নতুন জার্সির উন্মোচন করে ।