পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দূষণ নিয়ে ভারতের কোনও ধারণা নেই : ট্রাম্প - Pollution

ট্রাম্পের দাবি, বিশ্বের অন্যতম বিশুদ্ধ জলবায়ু অ্যামেরিকার । আর ভারত, চিন ও রাশিয়ার দূষণ নিয়ে কোনও ধারণা নেই ।

ডোনাল্ড ট্রাম্প

By

Published : Jun 6, 2019, 2:01 AM IST

লন্ডন, 6 জুন : জলবায়ু পরিবর্তন নিয়ে ভারত, চিন ও রাশিয়াকে একযোগে আক্রমণ করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, "দূষণ ও পরিচ্ছন্নতা নিয়ে চিন, ভারত ও রাশিয়ার ধারণা নেই । "

তিন দিনের সফরে সোমবার ইংল্যান্ডে এসেছেন ট্রাম্প । একটি স্থানীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, "বিশ্বের অন্যতম বিশুদ্ধ জলবায়ু অ্যামেরিকার । আর তা আরও ভালো হচ্ছে । " পাশাপাশি, আবহাওয়া পরিবর্তন নিয়ে প্রিন্স চালর্সের মনোভাবেরও তারিফ করেন তিনি ।

এরপরই ভারত, চিন ও রাশিয়াকে কটাক্ষ করেন ট্রাম্প । বলেন, "ভারত, চিন ও রাশিয়া সহ কয়েকটি দেশে বায়ুর অবস্থা ভালো নয় । জলেরও একই অবস্থা । দূষণ ও পরিচ্ছন্নতা নিয়ে ধারণা নেই । কয়েকটি শহরে যদি যান, সেখানে শ্বাস-প্রশ্বাসও নিতে পারবেন না । শহরগুলির নাম আমি বলছি না । এরা নিজেদের দায়িত্ব পালন করে না । "

উল্লেখ্য, প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে প্রথম থেকেই বিষোদগার করেছেন ট্রাম্প । প্রেসিডেন্ট হওয়ার আগেই হুমকি দিয়েছিলেন, ওবামার জলবায়ু সংক্রান্ত নীতি পালটে দেবেন । প্যারিস চুক্তিতে আমেরিকার অংশগ্রহণ বাতিল করবেন । উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে একটি ডলারও দেবেন না । সেইমতো ক্ষমতায় আসার পর প্যারিস চুক্তি থেকে সরে যান । তাঁর অভিযোগ ছিল, এটা অত্যন্ত বাজে চুক্তি । ভারত, চিন ও ইউরোপকে যখন ছাড় দেওয়া হচ্ছে তখন এই চুক্তি অ্যামেরিকার উপর খড়গহস্ত হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details