কলকাতা, 15 অক্টোবর : আজ বেহালার সরশুনায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের (WBUTTEPA) তথা রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এদিন দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনের পাশাপাশি ওই ক্যাম্পাসে চার বছরের ইনট্রিগ্রেটেড B.A-B.Ed ও B.Sc-B.Ed কোর্সের সূচনা ও B.Ed বিশ্ববিদ্যালয়ের ডেভিড হেয়ার ক্যাম্পাসে নতুন প্রশাসনিক ভবনেরও উদ্বোধন করেন তিনি ।
এদিন রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন, রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়-সহ শিক্ষা মহলের অনেকেই । অনুষ্ঠান মঞ্চ থেকে WBUTTEPA-এর উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ আমাদের কাছে বিশেষ গর্বের ও আনন্দের দিন । বর্তমানে শিক্ষক-শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের অধীনে 478টি প্রতিষ্ঠান রয়েছে । গোটা দেশে এই ধরনের বিশ্ববিদ্যালয় এটাই প্রথম। আজ তারই দ্বিতীয় ক্যাম্পাস বেহালার সরশুনায় স্থাপিত হল । আমাদের প্রথম ক্যাম্পাস বালিগঞ্জের ডেভিড হেয়ারে অবস্থিত । আজ শিক্ষা দপ্তরের আর্থিক সাহায্যের মাধ্যমে নতুন ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে । যার দ্বারোদঘাটন করলেনআজ শিক্ষামন্ত্রী । উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদনে পশ্চিমবঙ্গে এই প্রথম সরশুনায় একটি সরকারি পোষিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরম্ভ হতে চলেছে চার বছরের ইন্ট্রিগেটেড শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম । যার আজ শুভ সূচনা করলেন শিক্ষামন্ত্রী ।"
চার বছরের ইনট্রিগ্রেটেড B.A-B.Ed এবং B.Sc-B.Ed প্রোগ্রামের সঙ্গে পিজি ডিপ্লোমা ইন এডুকেশন প্ল্যানিং, চার বছরের ইনট্রিগ্রেটেড আর্ট এডুকেশন, পিজি ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং P.hD ইন স্পোর্টস সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন কোর্সগুলিও করানো হবে এই বিশ্ববিদ্যালয় থেকে ।
তবে, আজ এই শিক্ষামূলক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে মূলত বেহালার উন্নয়নের খতিয়ানই তুলে ধরতে শোনা যায় । তিনি বক্তব্যের শুরুতেই B.Ed বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে বলেন, "আমরা অনেক জায়গা খুঁজে শেষ পর্যন্ত এই বর্তমান জায়গাটিকে চিহ্নিত করি । যার শুভ সূচনা আজকে আমি করছি । এই পুরো পরিকল্পনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।" তারপরেই তিনি বেহালায় শিক্ষা সংক্রান্ত কী কী নতুন হয়েছে তার খতিয়ান তুলে ধরেন । শেষে বেহালার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন । বেহালা পশ্চিমের আওতাভুক্ত অঞ্চলের পার্ক, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, বেহালায় আমফানের প্রভাবের মোকাবিলা কত দ্রুত করা হয়েছে, বিনামূল্যে রেশনের ব্যবস্থা, COVID-19-এর মোকাবিলা, স্বাস্থ্য পরিষেবা সহ উন্নয়নের হিসেব তাঁর বক্তব্যে উঠে আসে । দ্রুত মাঝেরহাট ব্রিজ উদ্বোধন-সহ আগামীদিনে বেহালার উন্নয়নে কী কী পরিকল্পনা করা হয়েছে তাও জানান শিক্ষামন্ত্রী ।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "সমাজকে দ্বিখণ্ডিত করার, সমাজকে বিভাজিত করার, শ্রেণিতে শ্রেণিতে দ্বন্দ্ব লাগানোর যে চেষ্টা চলছে তা একমাত্র প্রতিহত করতে পারে ঐক্যবদ্ধ বেহালার মানুষ, ঐক্যবদ্ধ বাংলার মানুষ । সেই ঐক্যবদ্ধতাকে সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে । ভুল করলে শুধরে নিতে হবে ।" নাম না করে BJP-কে উদ্দেশ্য করেই তিনি আজ একথা বলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।