পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বিয়েতে থাকে না পাত্র, বরযাত্রী নিয়ে হাজির হয় বোন - gandhinagar

গুজরাতের সুরখেদা, সানাদা ও আম্বাল গ্রামে বিয়ের এই অদ্ভুত প্রথা চালু আছে । যেখানে বরের শারীরিক উপস্থিতি ছাড়াই বিয়ে হয় । বিয়ের সাজে বরের অবিবাহিত বোন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান ।

বরযাত্রী নিয়ে হাজির হয় বোন

By

Published : May 27, 2019, 12:04 PM IST

Updated : May 27, 2019, 3:33 PM IST

গান্ধিনগর, 27 মে : আশ্চর্য বিয়ে ! নিজের বিয়েতে উপস্থিত থাকেন না বর । তাঁর বদলে কনের বাড়িতে বরযাত্রী নিয়ে যান বরের অবিবাহিত বোন অথবা পরিবারের অন্য কোনও অবিবাহিত মেয়ে । সিঁদুরদান থেকে শুরু করে সমস্ত আচার অনুষ্ঠান তিনিই সম্পন্ন করেন । বিয়ে করে কনেকে নিয়ে আসেন বাড়িতে । বাড়িতেই সেরওয়ানি, সাফা পরে তলোয়ার হাতে তাঁদের জন্য অপেক্ষা করেন বর ।

গুজরাতের সুরখেদা, সানাদা ও আম্বাল গ্রামে বিয়ের এই অদ্ভুত প্রথা চালু আছে । যেখানে বরের শারীরিক উপস্থিতি ছাড়াই বিয়ে হয় । বিয়ের সাজে বরের অবিবাহিত বোন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান । তিনি সিঁদুরদান, সাত পাক সহ বিয়ের একাধিক আচার-অনুষ্ঠান সম্পন্ন করে কনেকে বাড়িতে নিয়ে আসেন । অপরদিকে, বর নিজের বাড়িতে তাঁর মায়ের সঙ্গে থাকেন ।

দেখুন ভিডিয়ো

সুরখেদা গ্রামের এক বাসিন্দা জানান, গুজরাতের তিনটি গ্রামে বিয়ের অনুষ্ঠানের এই ঐতিহ্য চালু আছে । গ্রামের মানুষের বিশ্বাস, এই নিয়ম-নীতি মেনে বিয়ে না করলে বিবাহিত জীবনে অশান্তি হয়, এমন কী বিয়ে ভেঙেও যেতে পারে । এক পণ্ডিতের মতে, এই নিয়ম-নীতি উপজাতি সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে । গুজরাতের এই তিনটি গ্রামের ইষ্ট দেবতাকে সম্মান জানাতেই বর নিজের বিয়েতে উপস্থিত থাকেন না ।

Last Updated : May 27, 2019, 3:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details