কলকাতা, 2 ফেব্রুয়ারি : বৃষ্টিতে পণ্ড হবে না সরস্বতীপুজো । সকালের দিকে বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে, জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের (Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি আগামী তিনদিন তাপমাত্রা বাড়বে বলেও জানিয়েছেন তিনি ।
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27.2 ডিগ্রি ও 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বুধবার ভোরের দিকে কুয়াশা থাকলেও পরে রোদ উঠবে । আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশপাশে থাকবে (West Bengal Weather Forecast fog in the morning) ।
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে । দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । 3 ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে । বৃষ্টির পরিমাণ বাড়বে পরের দিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি ৷ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 5 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে । উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামী দু-তিনদিনে 3-4 ডিগ্রি বাড়তে পারে ।