পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Weather Update in Bengal : বৃষ্টিতে ভিজবে না সরস্বতীপুজো, বাড়বে রাতের তাপমাত্রা

বৃষ্টির আভাস রয়েই যাচ্ছে । এবার তাপমাত্রা বাড়ার কথা জানাল আলিপুর হাওয়া অফিস । তবে সরস্বতী পুজোর দিন সকালে হালকা বৃষ্টি হলেও দিনভর আবহাওয়া শুকনো থাকবে (Saraswati Puja Weather) ।

West Bengal Weather Forecast
বৃষ্টিতে ভিজবে না সরস্বতীপুজো

By

Published : Feb 2, 2022, 9:23 AM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : বৃষ্টিতে পণ্ড হবে না সরস্বতীপুজো । সকালের দিকে বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে, জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের (Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি আগামী তিনদিন তাপমাত্রা বাড়বে বলেও জানিয়েছেন তিনি ।

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27.2 ডিগ্রি ও 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বুধবার ভোরের দিকে কুয়াশা থাকলেও পরে রোদ উঠবে । আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশপাশে থাকবে (West Bengal Weather Forecast fog in the morning) ।

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে । দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । 3 ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে । বৃষ্টির পরিমাণ বাড়বে পরের দিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি ৷ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 5 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে । উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামী দু-তিনদিনে 3-4 ডিগ্রি বাড়তে পারে ।

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে করোনা সংক্রমণের হার কমে 4 শতাংশের ঘরে

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা নেই । 3 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গে বিশেষত দুই 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হালকা বৃষ্টি হবে । 4 ফেব্রুয়ারি শুক্রবার জেলাগুলিতে বৃষ্টি হবে এবং আরও বাড়তে পারে ।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে । 5 ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলার দিকে তা কমে যাবে । দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রেও আগামী তিন দিন রাতের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে । আজ এবং আগামিকাল অর্থাৎ দু'দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যের উত্তর ও দক্ষিণে । তাপমাত্রা বৃদ্ধি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শীত বিদায়ের ইঙ্গিত কি না, এমন কোনও আভাস দেয়নি কলকাতার আলিপুর হাওয়া অফিস ।

ABOUT THE AUTHOR

...view details