বেঙ্গালুরু, 13 সেপ্টেম্বর : কোরোনা আবহে জোর দেওয়া হচ্ছে অনলাইন পঠনপাঠনে । কিন্তু অনেক ক্ষেত্রেই ইন্টারনেটের সমস্য়ার কারণে ব্যাহত হচ্ছে পড়াশুনো । আর এই সমস্যা দূর করতেই এবার এক ই-লার্নিং অ্যাপ তৈরি করলেন IIT বোম্বের দুই স্নাতক । কাশ্মীরের মুবীন মাসুদ ও লখনউয়ের বিলাল আবিদির তৈরি করেছেন এই ই-লার্নিং অ্যাপটি । এই অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল ক্লাসের সঙ্গে আসল ক্লাসরুমের ফারাক অনেকটা কমে যাবে বলে মনে করছেন তাঁরা ।
অ্যাপটির নাম “ওয়াইজ় অ্যাপ” । 2 জি নেটওয়ার্কেও চলবে এই অ্যাপ । পাশপাশি, ইন্টারনেট ডেটা খরচও হবে অনকটা কম এবং ব্যবহারও অনেক সহজ । তাঁদের কথায়, অনলাইন ক্লাসের সময় পড়ুয়া ও শিক্ষকদের সবথেকে বড় যে সমস্যাটা রয়েছে, তা হল ইন্টারনেট স্পিড । ETV ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে মুবীন মাসুদ জানিয়েছেন, “ভারতের মোট জনসংখ্যার একটা বড় অংশ থাকেন গ্রামাঞ্চলে । সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেটের স্পিড খুব কম । ফলে অনলাইন ক্লাসের সময় পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হচ্ছে । এইসব ক্ষেত্রে ওয়াইজ় অ্যাপ কার্যকরী ভূমিকা নেবে ।”
তিনি আরও জানিয়েছেন, “এই অ্যাপের মাধ্যমে শিক্ষকরা পড়ুয়াদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিতে পারবেন ও তা জমা নিতে পারবেন । পাশাপাশি, কোনও বিষয় নিয়ে আলোচনা, পাঠ্যসামগ্রী দেওয়া-নেওয়া, স্বয়ংক্রিয় হাজিরা নিবন্ধীকরণ, সব ব্যবস্থাই রয়েছে এই অ্যাপে ।”
আরও পড়ুন :নেই ল্যাপটপ-মোবাইল, অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত ঝাবুয়ার পড়ুয়ারা