দেবীপক্ষে IFA-র লক্ষীলাভ - অ্যাকর্ড স্পোর্টস ভিডিক
চলতি বছরে এই চুক্তির কারণে IFA-র ঘরে আসবে 2 কোটি টাকা। পরবর্তী তিন বছরে যথাক্রমে 3, 4, ও 5 কোটি টাকা আসবে IFA-র ঘরে।
![দেবীপক্ষে IFA-র লক্ষীলাভ Jaydeep mukherjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:00:11:1600410611-wb-kol-02-ifa-commercial-contract-copy-7203838-17092020190558-1709f-02790-552.jpg)
কলকাতা, 18 সেপ্টেম্বর : দেবীপক্ষে IFA-র ঘরে লক্ষী এল । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা অ্যাকর্ড স্পোর্টস ভিডিকের সঙ্গে বিরাট অর্থের চুক্তি করল ।চার বছরে IFA-কে 14 কোটি টাকা দেবে এই সংস্থাটি ।
চলতি বছরে এই চুক্তির কারণে IFA-র ঘরে আসবে 2 কোটি টাকা । পরবর্তী তিন বছরে যথাক্রমে 3, 4, ও 5 কোটি টাকা আসবে IFA-র ঘরে । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা যখন 13 কোটি টাকার দেনায় জর্জরিত তখন দেবীপক্ষে এই বিরাট অঙ্কের চুক্তি নিশ্চিতভাবে স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন অনেকে ।
IFA প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারম্যান সুব্রত দত্ত দুজনেই এই আর্থিক চুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন । এর আগে সচিব রঞ্জিত গুপ্তর আমলে 10 কোটি টাকা স্পনসর পেয়েছিল IFA। সেদিক থেকে 14 কোটি টাকার এই চুক্তি IFA-র 128 বছরের ইতিহাসে রেকর্ড।
ইতিমধ্যে IFA সচিব আই লিগ দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ সুষ্ঠুভাবে করার চ্যালেঞ্জ নেওয়ার কথা বলেছেন। এই চুক্তির পর তিনি নিউ নর্মাল পরিস্থিতিতে কলকাতা লিগ সম্পূর্ণ নতুন আঙ্গিকে করার কথা ঘোষণা করেছেন। নতুন বছরের প্রথম পাঁচ মাসের সময়কে লিগ এবং অন্যান্য প্রতিযোগিতা করার কথা বলেছেন তিনি । পাশাপাশি উত্তরবঙ্গের ফুটবল প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার পরিকল্পনার কথাও শুনিয়েছেন। এমনকী শিলিগুড়িতে লিগ ভালোভাবে করার কথাও বলেছেন সচিব ।