পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

হাইড্রক্সিক্লোরোকুইনে কোরোনা সংক্রমণের ঝুঁকি কমাতে পারে : ICMR - কোরোনা ভাইরাস

সম্প্রতি WHO-র পক্ষ থেকে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল প্রাথমিকভাবে রদ করা হয়েছে ।

Coronavirus treatment
স্বাস্থ্য কর্মীদের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন

By

Published : Jun 2, 2020, 7:58 PM IST

দিল্লি, 2 জুন : হাইড্রক্সিক্লোরোকুইন-এর প্রাথমিক ট্রায়াল WHO-র পক্ষ থেকে বন্ধ করার পরে বড় বিবৃতি ICMR-এর । সঠিক PPE পরে এবং হাইড্রক্সিক্লোরোকুইন খেলে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বেশিরভাগ ক্ষেত্রে রক্ষা পেতে পারেন স্বাস্থ্যকর্মীরা । ICMR - এর পক্ষ থেকে গতকাল এমনটাই জানানো হয়েছে । দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থার পক্ষ থেকে সম্প্রতি এই বিষয়ে সমীক্ষা করা হয় । আর তাতে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ICMR ।

সমীক্ষায় দেখা গেছে, হাইড্রক্সিক্লোরোকুইনের চারটি বা তার বেশি ডোজ় নিলে এবং সঠিক PPE পরলে স্বাস্থ্যকর্মীরা কম মাত্রায় কোরোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন । এর পাশাপাশি AIIMS-এর চিকিৎসক ও ICMR-এর একটি গবেষকের দল দাবি করেছে, ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে । যদিও তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি ।

উল্লেখযোগ্যভাবে, ICMR- এর একজন প্রবীণ গবেষক মুম্বই থেকে দিল্লি এসেছিলেন দু'সপ্তাহ আগে । তাঁঁর শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মিলেছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সম্প্রতি একটি e-ম্যাগাজ়িন প্রকাশ করেছেন । ওই ম্যাগাজ়িনে সামাজিক দূরত্ব মেনে চলার বিভিন্ন নিয়মাবলী উল্লেখ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details