রামপুরহাট, 3 এপ্রিল : "DM কেও নকুলদানা দিয়ে দেব" এমন মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ রামপুরহাট-1 ব্লকের বড়শাল পঞ্চায়েতের চাকপাড়ার একটি মাঠে জনসভায় এসেছিলেন তিনি।
DM কেও নকুলদানা দিয়ে দেব ; অনুব্রত মণ্ডল - undefined
আজ রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল পঞ্চায়েতের চাকপাড়ার একটি মাঠে জনসভায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। "DM কেউ নকুলদানা দিয়ে দেব" এমনই বিস্ফোড়ক মন্তব্য করেন তিনি।
![DM কেও নকুলদানা দিয়ে দেব ; অনুব্রত মণ্ডল](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2894538-91-3ff57584-7b0f-4c2d-8b13-59ccff56ce30.jpg)
গতকাল মুরারই-2 ব্লকের মিত্রপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সভা ছিল তৃণমূলের। সেই জনসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন "কেন্দ্রীয় বাহিনীকেও নকুলদানা দেবে। জল চাইবে, জল দেবে। কেন্দ্রীয় বাহিনী যা চাইবে তাই দেবে।" এরপরই এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি জেলাশাসক তথা জেলা রিটার্নিং অফিসারের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করতে পারে কমিশন। আজ চাকাপাড়ার নির্বাচনী সভা শেষে ETV ভারতের সাংবাদিক অনুব্রতকে প্রশ্ন করেন, “গতকাল কেন্দ্রীয় বাহিনীকে নকুলদানা দেওয়া নিয়ে আপনার(অনুব্রত মণ্ডল) এই মন্তব্যের জন্য জেলাশাসকের কাছে রির্পোট তলব করা হতে পারে।" প্রশ্নের উত্তরে তিনি খুব সহজ ভাবেই বলেন," জানাক না, আমি মা তারার কাছে পুজো দিয়ে প্রসাদ দেব। তাতে যা বলবে বলুক না। DM কেও তখন দিয়ে দেব। পাথর চাপিয়ে পুজো দেব। পুজো দিয়ে প্রসাদ পাঠিয়ে দেব।"
নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করে তিনি বলেন, “পাগলের মত কথাবার্তা, ওই লোকটা ভারতবর্ষের সর্বনাশ করেছে। ওর সাদা দাড়ির ভিতরে চোর ঢুকে আছে। একটা করে দাড়ি তোলো আর চোর বার কর।” এ বিষয়ে জেলা শাসক মৌমিতা গোদারা বসু বলেন, “আমি এখনও এই বিষয়টি শুনিনি। যদি বলে থাকেন, তবে কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করব।”