পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

লন্ডনে খুন হায়দরাবাদের যুবক - external affairs

লন্ডনে খুন ভারতীয় নাগরিক । ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ।

murder

By

Published : May 10, 2019, 3:11 PM IST

লন্ডন ও হায়দরাবাদ, 10 মে : লন্ডনে খুন হলেন এক ভারতীয় নাগরিক । ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে । মৃত যুবকের নাম মোহদ নাদিমুদ্দিন । তাঁর বাড়ি পুরোনো হায়দরাবাদে ।

6 বছর ধরে লন্ডনে থাকতেন নাদিমুদ্দিন । স্থানীয় টেসকো সুপার মার্কেটের একটি মলে কাজ করতেন । বুধবার কাজ শেষে বাড়ি না ফেরায় পরিবারের তরফে মল কর্তৃপক্ষকে জানানো হয় । তারপরই মল কর্তৃপক্ষ নাদিমুদ্দিনের খোঁজ শুরু করে । মল কর্তৃপক্ষ খোঁজাখুঁজির পর তাঁর মৃতদেহ মলের পার্কিংয়ে দেখতে পায় । নাদিমুদ্দিনের এক পারিবারিক বন্ধুর অভিযোগ, একজন এশিয়ান যুবক তাঁকে খুন করে ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । নাদিমুদ্দিনের মৃতদেহ ভারতে নিয়ে আসার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে সাহায্য চেয়েছে তাঁর পরিবার ।

ABOUT THE AUTHOR

...view details