কৃষ্ণনগর, 29 সেপ্টেম্বর : মহিলাকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা । অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত ।
মহিলাকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে - খুন
মহিলাকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । আটক অভিযুক্ত ।
মৃতার নাম লক্ষ্মী মণ্ডল (38) । পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল ঘূর্ণির হালদারপাড়ার বাসিন্দা অনিমেষ মণ্ডলের সঙ্গে । অভিযোগ, কয়েকমাস ধরেই স্বামীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি চলছিল । গতরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা । সকালে ঘরের মেঝেতে মহিলার দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায় । প্রতিবেশীরা কৃষ্ণনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই মহিলাকে । গলায় আঘাতের চিহ্ন রয়েছে ।
লক্ষ্মী মন্ডলের বাড়ির তরফে থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে অনিমেষ মন্ডলকে আটক করেছে পুলিশ । যদিও অনিমেষ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে । অনিমেষের দাবি, গতরাতে সে মাছ ধরতে গিয়েছিল । বাড়িতে কী হয়েছে তার জানা নেই ।