ভারত-ভুটান সীমান্তে কয়েক লাখ টাকার অবৈধ নেশার ওষুধ উদ্ধার, গ্রেপ্তার 1 - বীরপাড়া থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে অভিযান চালিয়ে বীরপাড়া ভারত-ভুটান সীমান্তের প্রচুর পরিমাণে অবৈধ নেশাজাতীয় ঘুমের ওষুধ উদ্ধার করল বীরপাড়া থানার পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।
আলিপুরদুয়ার, 7 জুন: আন্তর্জাতিক অবৈধ নেশার ওষুধ চোরাচালানের বড় চক্রের হদিস । অভিযান চালিয়ে প্রচুর পরিমানে অবৈধ নেশা জাতীয় ঘুমের ওষুধ উদ্ধার করল বীড়পাড়া থানার পুলিশ ।
রবিবার গোপন সুত্রে খবর পেয়ে ভারত-ভুটান সীমান্তে অভিযান চলায় বীরপাড়া থানার পুলিশ । উদ্ধার হয় প্রচুর পরিমানে অবৈধ নেশা জাতীয় ঘুমের ওষুধ । বীরপাড়া শহরের একটি গ্যারাজ থেকে পুলিশ উদ্ধার করে চৌত্রিশ হাজার ঘুমের ট্যাবলেট ও এক হাজার বোতল কাফ সিরাপ । যার আনুমানিক বাজার মূল্য কয়েক লাখ টাকা । একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি বিলাসবহুল SUV গাড়ি । পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে । যদিও তদন্তের স্বার্থে ধৃতের নাম প্রকাশ করেনি পুলিশ । ওই নিষিদ্ধ ওষুধ পাচার চক্রের সাথে আন্তর্জাতিক পাচারকারী চাঁইদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে পুলিশের দাবি । তদন্ত ও জেরার মাধ্যমে ওই পাচারচক্রের সাথে জড়িতদের হদিস পাওয়ার চেষ্টা করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বীড়পাড়া পুলিশের এটা একটা বড় সাফল্য । দীর্ঘদিন ধরে পুলিশ এই পাচার চক্রের সন্ধানে ছিল । আগামীকাল ধৃত ব্যাক্তিকে আলিপুরদুয়ার আদালতে হাজির করে অভিযুক্তের রিমান্ড নেওয়া হবে ।