পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল হুবলির 3 বছরের শিশুর - কর্নাটক

মাত্র 3 বছর 10 মাসের অদ্ভাইথ খুব দ্রুততার সঙ্গে কথা বলতে পারে । তার সাধারণ জ্ঞান ও তুখোড় স্মৃতিশক্তির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড 2020-তে নাম ওঠে।

India Book of Records
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস

By

Published : Sep 12, 2020, 6:16 PM IST

Updated : Sep 12, 2020, 9:21 PM IST

হুবলি,(কর্নাটক), 12 সেপ্টেম্বর: ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে নিলে কর্নাটকের হুবলির শিশু অদ্ভাইথ (Advaith) সরদেশমুখ । মাত্র 3 বছর 10 মাসের অদ্ভাইথ খুব দ্রুততার সঙ্গে কথা বলতে পারে । তার সাধারণ জ্ঞান ও তুখোড় স্মৃতিশক্তির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড 2020-তে নাম ওঠে।


সাতটি উপমহাদেশ, রাজ্যের রাজধানী, ও সৌরমণ্ডলের গ্রহদের নাম সহজেই বলতে পারে সে । এছাড়া বিভিন্ন রাজ্যের নাম, তাদের জেলা, 28টি তারার নাম, কন্নড় ও ইংরেজি ভাষায় 1 থেকে 100, হিন্দি ভাষায় 1-50, 12 টি রাশি, বিভিন্ন শ্লোক, বিষ্ণুর দশবতার, ইংরেজি কবিতা, কন্নড় কবিতা ও ছোট গল্প, প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নামও অনায়াসেই বলতে পারে সে ।

তার মা শ্বেতা সরদেশমুখ একজন বেসরকারি স্কুল শিক্ষিকা । ও তার বাবা বিনায়ক সরদেশমুখ একজন বেসরকারি সংস্থার কর্মী । ছেলের সাফল্যে বেজায় খুশি তাঁরাও ।


তার নামে একটি ইউটিউব চ্যানেল ও আছে । অসাধারণ স্মৃতিশক্তির পাশাপাশি তার সংগীত ও আঁকাআঁকিতেও যথেষ্ট পটু সে ।

Last Updated : Sep 12, 2020, 9:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details