পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বেশি তাপমাত্রার কারণে হতে পারে ক্যানসার, বলছেন চিকিৎসকরা - health

দীর্ঘদিন বেশি তাপমাত্রা থাকলে লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডারে সমস্যা দেখা দিতে পারে । হতে পারে ক্যানসারও । বলছেন চিকিৎসকরা ।

ফাইল ফোটো

By

Published : May 13, 2019, 11:50 AM IST

কলকাতা, 13 মে : কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ক্রমে বেড়েই চলেছে। তাপমাত্রা বাড়ার কারণে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে । আক্রান্ত হতে পারে একাধিক রোগে। যার মধ্যে রয়েছে ক্যানসারও । দীর্ঘদিন বেশি তাপমাত্রা থাকলে শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

অত্যাধিক তাপমাত্রায় হিটস্ট্রোকের আশঙ্কা থাকেই । থাকে ক্যনসারের আশঙ্কাও । এবিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আশিস মুখোপাধ্যায় বলেন, "স্বল্পমেয়াদী সম্পর্ক না থাকলেও দীর্ঘমেয়াদী সম্পর্ক অবশ্যই রয়েছে । গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে না । ফলে বছরের বেশিরভাগ সময়ই গরম থাকে । আর এই গরমের জন্য শরীরের মেটাবলিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় । এর জন্য লিভার, কিডনি, খাদ্যনালীর সেলগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে । আর এভাবে বেশিদিন চলতে থাকলে ক্যানসার হতে পারে ।"

তাপমাত্রা বেশি থাকার কারণে লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আশিসবাবু । বলেন, "ক্যানসার যেভাবে বাড়ছে, তার পিছনে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণও রয়েছে। " এই আবহাওয়ার কারণে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে । এর পর বিভিন্ন পরীক্ষানিরীক্ষায় ক্যানসার ধরা পড়ে । কেন এমন হয় ? তিনি বলেন, "বেশি তাপমাত্রার কারণে শরীরে জলের অভাব হয় । এর ফলে জারণ-বিজারণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় । আবার তার জন্য সেলগুলিরও ক্ষতি হতে থাকে ।"

একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সৌমেন দাস বলেন, "মানুষের শরীরে 60 ভাগ জল থাকে । মহিলাদের ক্ষেত্রে আরও একটু বেশি। দীর্ঘদিন তাপমাত্রা বেশি থাকলে শরীরের কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকে । এর ফলে সাধারণত গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল (GI) ক্যানসার হতে পারে ।" একই সঙ্গে তিনি বলেন, "পরিবেশ দূষণের কারণে আবহাওয়ার প্রচুর পরিবর্তন হচ্ছে । যার জেরে ক্যানসার হতে পারে । কারণ, পরিবেশ দূষণের কারণে বায়ুমণ্ডলের ওজনস্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে । পৃথিবীতে প্রবেশ করছে সূর্যের অতি বেগুনি রশ্মি । এর জেরে ত্বকের ক্যানসার হতে পারে ।"

তবে এখনই খুব একটা ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা । দীর্ঘদিন ধরে বেশি তাপমাত্রা থাকলে ক্যানসার হতে পারে । সাবধানতা অবলম্বন করলে এই বিপদ এড়ানো সম্ভব । এর জন্য প্রচন্ড গরম এড়িয়ে চলতে হবে । প্রচুর পরিমাণে জল খেতে হবে । বাইরে বেরোলে সঙ্গে রাখতে হবে ছাতা ।

ABOUT THE AUTHOR

...view details