কালিম্পং, 18 এপ্রিল : কালিম্পঙের গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুল 110 নম্বর বুথে কানে ফোন নিয়ে ভোট দিলেন জন আন্দোলন পার্টি (JAP) নেতা হরকা বাহাদুর ছেত্রী। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
কানে ফোন, ভোট হরকার - undefined
কানে ফোন নিয়ে ভোট দিলেন জন আন্দোলন পার্টি (JAP) নেতা হরকা বাহাদুর ছেত্রী। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, বুথের ভিতরে কেউ ফোন ব্যবহার করতে পারেন না। তা সত্ত্বেও হরকা ফোনে কথা বলতে বলতে বুথে ঢোকেন। তাঁকে প্রিজ়াইডিং অফিসার নিষেধ করেননি। হরকা বাহাদুর বলেন, "আমি জানতাম না বুথের ভিতরে কানে ফোন নিয়ে কথা বলা যাবে না। বুথে ঢোকার সময় দলের এক কর্মী ফোন করেন। গন্ডগোল হচ্ছে বলে খবর দেন। আমি তখন তাকে বলি, বুথে আছি, একটু পরে কথা বলছি।" প্রিজ়াইডিং অফিসারও আমায় বাধা দেয়নি। কালিম্পঙের দু-তিনটি বুথে JAP এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তোলেন হরকা। তা সত্ত্বেও নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বলেন, "ভালো ভোট হচ্ছে। মানুষের সমর্থন পাচ্ছি। আমিই জিতব।"
এদিকে, কানে ফোন নিয়ে বুথ দেওয়ার পরও প্রিজ়াইডিং অফিসার কিছু না বলায় তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরে হরকার বিরুদ্ধে স্থানীয় থানায় FIR দায়ের করার নির্দেশ দেয় কমিশন।