পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনায় আক্রান্ত হওয়ায় আত্মহত্যা হিরে ব্যবসায়ীর - কোরোনা পজ়িটিভ

কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করলেন গুজরাতের এক হিরে ব্যবসায়ী । সুইসাইড নোটে COVID-19 নিয়ে মানসিক অবসাদের উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

COVID-19 positive
COVID-19 positive

By

Published : Jul 10, 2020, 7:55 PM IST

সুরাত, 10 জুলাই : একদিন আগেই কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আজ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সুরাতের এক হিরে ব্যবসায়ী ।

গতকাল কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পর থেকেই মানসিকভাবে বিধ্বস্ত ও চাপের মধ্যে ছিলেন নানপুরার এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী কুমারপাল শাহ (63) । রেলওয়ে পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আনোয়ার মনসুরি জানান, আজ সকালে নিজের স্কুটার চালিয়েই উধানা স্টেশনে যান ওই ব্যক্তি । পরিবারের সদস্যরা এসে খোঁজাখুঁজি করতে স্টেশনের বাইরে স্কুটারটি দেখতে পান । কিছুক্ষণ পরই রেললাইনের ধার থেকে উদ্ধার হয় তাঁর দেহ ।

ওই পুলিশকর্তা বলেন, “মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে COVID-19 নিয়ে মানসিক অবসাদের উল্লেখ রয়েছে । প্রাথমিক তদন্তে জানা গেছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন হিরে ব্যবসায়ী কুমারপাল শাহ এবং ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ।

ABOUT THE AUTHOR

...view details