শ্রীনগর, ৩০ মার্চ : কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের হামলা চালাল জঙ্গিরা। আজ সেখানে CRPF জওয়ানদের একটি বাঙ্কারের সামনে গ্রেনেড হামলা হয়। এই ঘটনায় এক CRPF জওয়ান গুরুতরভাবে জখম।
পুলওয়ামায় ব্যাঙ্কের সামনে গ্রেনেড হামলা, জখম জওয়ান - kashmir
কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় এক CRPF জওয়ান গুরুতরভাবে জখম।
s
পুলওয়ামায় স্টেট ব্যাঙ্কের শাখার সামনে নিরাপত্তার জন্য CRPF জওয়ানদের একটি বাঙ্কার রয়েছে। আজ সেই বাঙ্কারের সামনে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। গ্রেনেড বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায়।
হামলাকারীকে ধরা যায়নি। তবে এই হামলার পরে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জনের বেশি CRPF জওয়ান প্রাণ হারিয়েছিল।
Last Updated : Mar 30, 2019, 5:02 PM IST