দিল্লি, 18 জুন : ভারত- চিন সীমান্তে লাগাতার সংঘর্ষের মাঝে চিনা সংস্থার হাতে রেলের করিডর তৈরির চুক্তি দেওয়া নিয়ে সমালোচনায় সরব হলেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি ।
তিনি আজ হিন্দিতে একটি টুইট করে বলেন, " আমাদের 20 জন সৈনিক শহিদ হয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের উচিত কড়া বার্তা দেওয়া। কিন্তু সরকারের তরফ থেকে দিল্লি- মিরাট সেমি হাই স্পিড করিডর তৈরির বরাত চিনা কম্পানিকে দিয়ে তাদের সামনে মাথা নত করা হয়েছে। যে কোনও ভারতীয় কম্পানি এই করিডর তৈরি করতে সক্ষম।