কলকাতা, 17 জুন : দীর্ঘ টালবাহানার পর অবশেষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজ বিকেলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি তিনি মেনেও নেন । এরপর গত সাতদিন ধরে চলা ধর্মঘট তুলে নেয় জুনিয়র ডাক্তাররা । রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের এই উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।
10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এর জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামে । বৃহস্পতিবার SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । তাতে জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি করেন, হুঁশিয়ারি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তাঁকে NRS-এ এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে হবে ।
এই সংক্রান্ত আরও খবর :সাতদিনের অচলাবস্থার অবসান, আন্দোলন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের