পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অচলাবস্থা কাটায় মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রশংসা রাজ্যপালের - Doctor Strike

সাত দিনের মাথায় কাটল অচলাবস্থা । সেজন্য মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রশংসা করলেন রাজ্যপাল ।

কেশরীনাথ ত্রিপাঠী

By

Published : Jun 17, 2019, 11:04 PM IST

কলকাতা, 17 জুন : দীর্ঘ টালবাহানার পর অবশেষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজ বিকেলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি তিনি মেনেও নেন । এরপর গত সাতদিন ধরে চলা ধর্মঘট তুলে নেয় জুনিয়র ডাক্তাররা । রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের এই উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এর জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামে । বৃহস্পতিবার SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । তাতে জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি করেন, হুঁশিয়ারি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তাঁকে NRS-এ এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে হবে ।

এই সংক্রান্ত আরও খবর :সাতদিনের অচলাবস্থার অবসান, আন্দোলন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

শেষ পর্যন্ত নিজেদের অনড় অবস্থান থেকে রাজ্য প্রশাসন ও জুনিয়র ডাক্তাররা সরে আসেন । দুইপক্ষের মধ্যে আজ নবান্নে বৈঠক হয় । বৈঠকে জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি মুখ্যমন্ত্রী মেনে নেন । পরিবর্তে জুনিয়র ডাক্তাররাও ধর্মঘট তুলে নেয় । এরপরই অচলাবস্থা কেটে যায় ।

এই সংক্রান্ত আরও খবর :"আমরা কারা ? লক্ষ্মী ছেলে" , স্লোগান আন্দোলনকারী ডাক্তারদের

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল । এজন্য তিনি জুনিয়র ডাক্তারদের ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান । রাজ্যপাল আশা প্রকাশ করেছেন, বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে ।

এই সংক্রান্ত খবর :আলোচনা ফলপ্রসূ, NRS-এ গিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

ABOUT THE AUTHOR

...view details