কলকাতা, 16 জুন : সম্প্রতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য জন্য প্রভিশনাল পেনশন চালু হবে । আজ এই সিদ্ধান্তের কথা জানিয়ে নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয় ।
চলতি বছরে অনেক সরকারি কর্মীর অবসর নেওয়ার তারিখ ছিল 31 মার্চ । তার কয়েকদিন আগেই লকডাউন জারি হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র তাঁরা তৈরি করতে পারেননি । তাই তিন মাস তাঁদের পেনশন আটকে ছিল । তারপরও অনেকেই অবসর নিয়েছেন । তাঁরাও পেনশন পাননি । এই পরিস্থিতিতে চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরা ।
লকডাউনে অবসর নেওয়া সরকারি কর্মীদের জন্য প্রভিশনাল পেনশনের সিদ্ধান্ত - নবান্ন
সম্প্রতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উদ্দেশে আজ নির্দেশিকা জারি করে অর্থদপ্তর । নির্দেশিকায় উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার সম্প্রতি অবসরপ্রাপ্তদের জন্য প্রভিশনাল পেনশনের সিদ্ধান্ত নিয়েছে ।
অবসরপ্রাপ্ত সেই সরকারি কর্মীদের উদ্দেশে আজ নির্দেশিকা জারি করল অর্থদপ্তর । নির্দেশিকায় উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার সম্প্রতি অবসরপ্রাপ্তদের জন্য প্রভিশনাল পেনশনের সিদ্ধান্ত নিয়েছে । পেনশনারদের এই ক্ষেত্রে চারটি বিভাহে ভাগ করা হতে পারে । A,B,C এবং D । সংশ্লিষ্ট বিভাগ অনুযায়ী পেনশন ভোক্তারা প্রভিশনাল পেনশন পাবেন ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে চালু হয়ে যাবে রেগুলার পেনশন । তখন পুরো বিষয়টি সামঞ্জস্য করা হবে । নবান্নের ঘোষণায় খুশি সদ্য অবসরপ্রাপ্তরা ।