পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রাজনীতির ইনিংসে নেমেই "ম্যান অফ দা ম্যাচ" গম্ভীর - Narendra modi

BJP-র হয়ে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লড়াই করেছেন গৌতম । এবার আর ভাগ্য থাকে খালি হাতে ফেরায়নি । নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অরিবন্দর সিং লাভলিকে হারালেন 3 লাখ 36 হাজারেরও বেশি ভোটে । গম্ভীরের প্রাপ্ত ভোট 6 লাখ 21 হাজার 605 ।

গৌতম

By

Published : May 23, 2019, 5:27 PM IST

Updated : May 23, 2019, 5:37 PM IST

দিল্লি, 23 মে : দেশকে দু-দু'টি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি । 2007-এর T 20 হোক বা 2011 ODI বিশ্বকাপ ফাইনাল, গম্ভীর মানেই যেন রূপকথা । লড়াইয়ের অন্য নাম । ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসতেন । ক্রিকেট ছেড়ে এবার রাজনীতির ময়দানে । চ্যালেঞ্জ নিয়েছিলেন । জিতেও দেখালেন চ্যাম্পিয়ন গম্ভীর ।

2007 ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল । পাকিস্তানের বিরুদ্ধে একের এক উইকেট হারিয়ে ধুঁকছে ভারত । একা কুম্ভ হয়ে বুঁদিরগড় রক্ষা করছেন তিনি । 75 রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি যখন প্যাভিলিয়নে তখন লড়াই করার মতো রান পেয়ে গেছে ভারত । বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন ইরফান পাঠান । ম্যাচ জেতানো ইনিংস খেলেও সেবার গম্ভীর রয়ে গেলেন অন্তরালে ।

2011 বিশ্বকাপ ফাইনাল । প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 274 রান তোলে । ব্যাট করতে নেমে সচিন, সেহওয়াগের উইকেট খুইয়ে তখন ভারত ধুঁকছে । বিরাট কোহলিকে নিয়ে ফের একবার রুখে দাঁড়ালেন গম্ভীর । এক রানকে দু'রানে বদলালেন । চার, ছক্কার ফুলঝুড়িতে ম্যাচ নিয়ে এলেন হাতের মুঠোয় । কোহলি আউট হলেও গম্ভীর হাল ছাড়েননি । এরপর ধোনিকে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন । শেষপর্যন্ত 97 রান করে যখন প্যাভিলিয়নে ফিরছেন তখন দলের জয় নিশ্চিত । দেশবাসী আনন্দে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে 28 বছর পর ফের একবার বিশ্বকাপ আসবে । বিশ্বকাপ এল । কিন্তু, এবারও ভাগ্যের পরিহাসে ম্যান অফ দা ম্যাচ হলেন না গম্ভীর (97 রান) । অপরাজিত 91 রানের ইনিংস খেলে সেই তকমা পেলেন ধোনি ।

ভাগ্যের পরিহাসে তিনি বিদ্ধ । তবু, নতুন লড়াইয়ে নেমেছিলেন । BJP-র হয়ে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লড়াই করেছেন গৌতম । এবার আর ভাগ্য থাকে খালি হাতে ফেরায়নি । নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অরিবন্দর সিং লাভলিকে হারালেন 3 লাখ 36 হাজারেরও বেশি ভোটে । গম্ভীরের প্রাপ্ত ভোট 6 লাখ 21 হাজার 605 ।

গম্ভীরের জয়ে খুশি BJP নেতৃত্ব । দিল্লির নেতারা বলছেন, "চ্যাম্পিয়ন খেলোয়াড় রাজনীতিতেও চ্যাম্পিয়ন হয়েই দেখালেন । এবার তিনিই ম্যান অফ দা ম্যাচ । তকমা কারার আর কেউ থাকল না ।"

Last Updated : May 23, 2019, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details