কলকাতা, 28 সেপ্টেম্বর : এবার থেকে রবিবারও চলাচল করবে মেট্রো । আজ এমনই জানানো হয় কলকাতা মেট্রোর তরফে ।
4 অক্টোবর থেকে রবিবারও চলবে মেট্রো
যাত্রী সংখ্যা বাড়ছে । পাশাপাশি সামনে পুজো । 4 অক্টোবর থেকে রবিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রোরেল কর্তৃপক্ষের ।
4 অক্টোবর থেকে রবিবারও চলাচল করবে মেট্রো । তবে সেদিন শুধুমাত্র পরিষেবা দেবে নর্থ-সাউথ মেট্রো । চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো । আজ একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে জানা গেছে । প্রায় ছ'মাস পর এ মাসের 14 তারিখ থেকে পুনরায় চালু হয়েছে মেট্রো পরিষেবা । নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল করছে । যদিও প্রথমদিকে মেট্রোতে যাতায়াতের নিউ নর্মাল নিয়মগুলির সাথে খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল যাত্রীদের । স্বাভাবিকভাবেই প্রথম কয়েকদিন যাত্রী সংখ্যা ছিল কম । প্রথমদিন নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে যাত্রী সংখ্যা ছিল প্রায় 20,000 । অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সংখ্যা ছিল মাত্র 74 জন । পরে যাত্রী সংখ্যা বেড়েছে । বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা ।
সামনের মাসে পুজো । পুজোর কথা মাথায় রেখে পাশাপাশি যাত্রী সংখ্যা বাড়ায় এবার রবিবারও পরিষেবা চালু করছে মেট্রো কর্তৃপক্ষ । রবিবার দু'দিক থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টা 10 মিনিটে । দিনের শেষ মেট্রো দু'দিক থেকেই ছাড়বে সন্ধে 7টা 30 মিনিটে ।