কলকাতা, ২৫ এপ্রিল : আলিপুর চিড়িয়াখানায় চারটি অ্যানাকন্ডা আসছে । মাদ্রাজ থেকে সাপগুলিকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে । মূলত আমাজ়নের জঙ্গলে এই ধরনের সাপ দেখা যায় । এবার থেকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় এই সাপ দেখা যাবে ।
আলিপুর চিড়িয়াখানার নতুন অতিথি অ্যানাকন্ডা - anaconda
মাদ্রাজ থেকে আলিপুর চিড়িয়াখানায় চারটি অ্যানাকন্ডা আনা হচ্ছে । তাদের জন্য চিড়িয়াখানায় বিশেষ ঘর তৈরি করা হচ্ছে । সেখানে আমাজ়নের জঙ্গলের মতো পরিবেশ তৈরি করে সাপগুলিকে রাখা হবে।
অ্যানাকন্ডা বিশ্বের বৃহত্তম সাপ । এগুলি প্রায় ১৬ মিটার লম্বা হয় । এই সাপ শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মারে । তারপর গিলে ফেলে । আলিপুর চিড়িয়াখানায় আমাজ়ন জঙ্গলের মতো পরিবেশ তৈরির কাজ চলছে ।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার বলেন, "দু'মাসের মধ্যেই আলিপুর চিড়িয়াখানায় চারটি অ্যানাকন্ডা আসছে । মাদ্রাজ ক্রকোডাইল ব্যাঙ্ক থেকে এগুলি আনা হচ্ছে । এর পরিবর্তে দু'টি কেউটে ও দু'টি শাখামুঠি সাপ সেখানে পাঠানো হচ্ছে । অ্যানাকন্ডাগুলিকে চিড়িয়াখানার ভিতরে একটি পৃথক ঘরে রাখা হবে । যেখানে সূর্যের আলো খুব কম ঢুকবে এবং মাটি ঠান্ডা ও ভেজা থাকবে । ঘরটিতে অনেক গাছ থাকবে ।"