পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ইচ্ছে করে ম্যাচ হারার বিতর্কে ধোনির পাশে মাইকেল হোল্ডিং

2019 বিশ্বকাপের ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ধোনি ম্যাচ হারার জন্য নামেননি । ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে ম্যাচ হারার বিতর্কে জল ঢেলে ধোনিকে সমর্থন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং এর।

Image
Mahendra Singh dhoni

By

Published : Jun 7, 2020, 10:13 PM IST

মুম্বই, 7 জুন : 2019 ক্রিকেট বিশ্বকাপ । রাউন্ড-রবিন ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত । সেই ম্যাচে 131 রানে হেরে যায় ভারত। ম্যাচে ভারতের তারকা ক্রিকেটার ধোনির পারফরমেন্সে বিস্মিত হন অনেকেই। শোরগোল ওঠে ভারত নাকি ইচ্ছা করে সেই ম্যাচে হেরেছে । প্রশ্ন ওঠে ওই ম্যাচে ধোনির মানসিকতা নিয়েও ।

বিতর্কে ঘি ঢালে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস তাঁর বই ‘অন ফায়ার’ । মহেন্দ্র সিংহ ধোনির সেই দিনের খেলা নিয়ে মন্তব্য করেন বেন স্টোকস ।

ওই ম্যাচে রান তাড়া করার সময় ধোনির মধ্যে সেই খিদে দেখেননি বলে দাবি করেন স্টোকস। আর এতেই অভিযোগ করতে শুরু করে পাকিস্তানের ক্রিকেটাররা । পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রজ্জাক বলেন, পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার জন্যই ভারত সেই ম্যাচটা ইচ্ছা করে হারে ।

তবে এবার ধোনির সমর্থনে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। তিনি বলেন, ‘‘বইয়ে মানুষ যা খুশি লিখতে পারে । তবে অনেকেই সে দিনের খেলাটা দেখেছে । বেন স্টোকসের সঙ্গে সবাই একমত নন।”


স্টোকসের মতে সেদিনের খেলায় ভারতের জেতার সেই তাগিদ ছিল না। তবে হোল্ডিং বলছেন, ‘‘ ওটা সে রকম মরণবাঁচন ম্যাচ তো আর ছিল না। তবে ম্যাচ হারব সিদ্ধান্ত নিয়েছিল দল এটাও আমি মানছি না। খেলাটা আমিও দেখেছি। আমার মনে হয়েছে, ভারত হয়তো তাদের 100 শতাংশ দেয়নি । ধোনিকে দেখে আমার মনে হয়েছে, ম্যাচটা ও জিততেই চেয়েছিল।’’

ABOUT THE AUTHOR

...view details