পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা অভিযোগের স্বপক্ষে রিপোর্ট পেশ - বিশ্বকাপে গড়াপেটা

2011 বিশ্বকাপের ফাইনাল ভারত জেতে 6 উইকেটের বিনিময়ে। এটা ছিল ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয় । 1983 সালের কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ ঘরে তোলে ভারত ।

Image
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গড়াপেটার অভিযোগ

By

Published : Jun 26, 2020, 12:33 AM IST

বিশ্বকাপ ফাইনালেগড়াপেটা অভিযোগের স্বপক্ষে রিপোর্ট পেশ

কলম্বো, 25জুন : আগেই দাবি করেছিলেন2011ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচে গড়াপেটা হয়েছিল । শ্রীলঙ্কা ইচ্ছা করে ভারতকেম্যাচ ছেড়ে দিয়েছিল । এবার তার সেই বিস্ফোরক দাবির স্বপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকাছে রিপোর্ট পেশ করলেন শ্রীলংকার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দাআলুথাগমাগে।

ভারত ওই বিশ্বকাপেরফাইনাল জেতে 6উইকেটে । সেটা ছিল ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয় ।1983সালের কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ ঘরে তোলে ভারত । একইসঙ্গে পরপর দুটিবিশ্বকাপের ফাইনাল ম্যাচ হারে শ্রীলঙ্কা ।

প্রথম সারিরশ্রীলংকান সংবাদমাধ্যমের দাবি, 9 পাতার একটি রিপোর্ট জমা দিয়েছেন প্রাক্তনক্রীড়ামন্ত্রী আলুথাগমাগে । তিনি বলেছেন,"এই নয় পাতার মধ্যে আমি24টি সন্দেহভাজন কারণ উল্লেখ করেছি,আমরা কেন টুর্নামেন্টহেরেছিলাম।"

ওয়াংখেড়েস্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়াপেটা হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি ।তার যুক্তি ছিল ওই ফাইনাল ম্যাচটি শ্রীলঙ্কা অনায়াসেই জিততে পারত।

গত সপ্তাহেআলুথাগমাগে বলেন," 2011বিশ্বকাপ ফাইনাল ম্যাচ গড়াপেটা হয়েছিল । আমি আগেওযেটা বলেছিলাম এখনও সেটাই বলছি । এটা যখন হয়েছিল আমি দেশের ক্রীড়ামন্ত্রী ছিলাম।কিন্তু দেশের কথা ভেবে আমি তখন সত্যটা সামনে আনিনি। ভারতের বিরুদ্ধে ম্যাচটা আমরাঅনায়াসে জিততে পারতাম। আমি যা বলছি তার দায়িত্ব নিয়েই বলছি। "

এমন অভিযোগ সামনেআসার পর তৎকালীন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা সমস্ত অভিযোগের প্রমাণ চান। একই সুরে কথা বলেন আরও এক শ্রীলঙ্কান কিংবদন্তী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।টুইট করে তিনি লেখেন,"সামনে কি কোনও নির্বাচন আছে,দেখেমনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে । নাম এবং প্রমাণ কোথায়?"

ABOUT THE AUTHOR

...view details