ইটাওয়া, 14 জুন : প্রাক্তন সাংসদ এবং সমাজবাদী নেতা ধর্মেন্দ্র যাদব কোরোনায় আক্রন্ত হলেন । গত রাতে তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে । তাঁকে সেফাই মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে । তিনি সেখানে চিকিৎসাধীন ।
উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, ধর্মেন্দ্রর জ্বর আসে । অন্যান্য কোরোনার উপসর্গও দেখা দেয় । সেইসময় তাঁর সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, যে ব্যক্তিরা প্রাক্তন সাংসদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে ।