কোচি, 10 জুলাই : কেরালা সোনাপাচার কাণ্ডে UAE দূতাবাসের প্রাক্তন মহিলা কর্মী স্বপ্না সুরেশ-সহ ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করা হয়েছে UAPA আইনের অধীনে ।
অভিযুক্ত স্বপ্না সুরেশ সোনার চোরাচালানে সরাসরি যুক্ত ছিলেন । স্বপ্না সুরেশের জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে কেরালা হাইকোর্টে জানালেন NIA-এর আইনজীবী। তাঁর অভিযোগ, প্রাক্তন দূতাবাস কর্মী ওই মহিলা কূটনৈতিক কাগজপত্র সাজাতেন। তাই তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা খুব জরুরি। বিচারপতি অশোক মেনন, জামিনের আবেদনের উপর মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ দেন ।