পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কূটনৈতিক সৌজন্য ! চিনের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা ভারতের - চিনের প্রতিষ্ঠা দিবস

পিপল রিপাবলিক অফ চায়না অর্থাৎ চিন দেশের 71 তম প্রতিষ্ঠা দিবসে বেজিংয়ের উদ্দেশে শুভেচ্ছাবার্তা নয়া দিল্লির ।

S Jayshankar
S Jayshankar

By

Published : Oct 1, 2020, 7:20 PM IST

দিল্লি, 1 অক্টোবর : ড্রাগন বাহিনীর রক্তচক্ষুর সামনে মাথা নত তো দূরের কথা সামরিক শক্তি বাড়িয়ে চিনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে ভারত । লাদাখ সীমান্তে সীমান্তে সংঘাতের আবহেই এবার সৌজন্যে নজির ভারতের । পিপল রিপাবলিক অফ চায়না অর্থাৎ চিন দেশের 71 তম প্রতিষ্ঠা দিবসে বেজিংয়ের উদ্দেশে শুভেচ্ছাবার্তা নয়া দিল্লির ।

সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইকে ট্যাগ করে টুইটবার্তায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর লেখেন, "স্টেট কাউন্সিলর, বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই, সরকার এবং জনগণকে প্রতিষ্ঠা দিবসের অভিনন্দন ।"

20 বছর গৃহযুদ্ধের পর কমিউনিস্ট ফোর্স জয়লাভ করে । কমিউনিস্ট ফোর্সের চেয়ারম্যান মাও সেতুং 1948 সালের 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রী চিনের প্রতিষ্ঠা করেন ।

বিগত 5 মাস ধরে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত । স্থিতাবস্থা বজায় রাখতে উভয়পক্ষই একাধিকবার জন্য কূটনৈতিক ও সামরিকস্তরে আলোচনায় অংশগ্রহণ করেছে ।

ABOUT THE AUTHOR

...view details